ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা
*   দেড় দশকে সাগরের জোয়ারের পানির উচ্চতা ক্রমেই বাড়ছে *   সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি চট্টগ্রাম নগরের জন্য এখন বড় হুমকি *   বর্ষা মৌসুমে মারাত্মক রূপ নিচ্ছে জলাবদ্ধতা, প্রধান বাহন হয়ে উঠছে নৌকা

জোয়ারের পানিতে তলিয়ে আগ্রাবাদে স্থায়ী হচ্ছে জলাবদ্ধতা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৪ ০৩:০৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৪ ০৩:০৯:৪৬ অপরাহ্ন
জোয়ারের পানিতে তলিয়ে আগ্রাবাদে স্থায়ী হচ্ছে জলাবদ্ধতা
চট্টগ্রাম নগরের ব্যস্ততম এলাকা আগ্রাবাদবঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মধ্যবর্তী এ উপদ্বীপ আকৃতির স্থলভাগকে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের প্রধান কেন্দ্র বিবেচনা করা হয়আশপাশে গড়ে উঠেছে একাধিক আবাসিক এলাকাজলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিদিন এসব এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যায়বর্ষায় এখানকার বাসিন্দাদের প্রধান বাহন হয়ে ওঠে নৌকাশুধু আগ্রাবাদ নয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি চট্টগ্রাম নগরের জন্য এখন বড় হুমকিদেড় দশক ধরে এখানে সাগরের জোয়ারের পানির উচ্চতা ক্রমেই বেড়েছেবর্ষা মৌসুমে মারাত্মক রূপ নিচ্ছে জলাবদ্ধতাজোয়ারে শহরের উপকূলীয় অংশ ডুবে যাওয়ার পাশাপাশি মূল শহরের অভ্যন্তরেও সাগরের পানি চলে আসছে
এমনকি শুষ্ক মৌসুমেও জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে খাতুনগঞ্জ, বাকলিয়া, শুল্কবহর, বহদ্দারহাট, আগ্রাবাদ, হালিশহর, জিইসি মোড়, চকবাজার, পতেঙ্গাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকামূলত জলবায়ু পরিবর্তন ও নগরের অকার্যকর ড্রেনেজ সিস্টেমের কারণে জলাবদ্ধতা স্থায়ী রূপ পেয়েছে চট্টগ্রামে
আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, বর্ষা মৌসুম শুরু হলেই আমাদের নিয়মিত জোয়ার-ভাটার ক্যালেন্ডার মেনে বাড়ি থেকে বের হতে ও ফিরতে হয়এখানকার বাসিন্দাদের জানতেই হয় কখন জোয়ার আসবেঅন্যথায় জোয়ারের পানিতে সমস্যা পোহাতে হয়জোয়ারের সময় পানিতে ডুবে যায় পুরো এলাকার রাস্তাঘাট ও বাড়ির নিচতলাগণপূর্ত অধিদফতরের জরিপ বলছে, জোয়ারের কারণে চট্টগ্রাম মহানগরের প্রায় ৬৯ শতাংশ এলাকা বছরের নানা সময়ে কম-বেশি প্লাবিত হচ্ছে
আগ্রাবাদে রোগীদের সেবা দিতে তিন যুগ আগে শুরু হয়েছিল মা ও শিশু হাসপাতালের সেবা কার্যক্রম৩৮ বছর ধরে ধারাবাহিকভাবে সেবার মান বাড়াচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষনিরবচ্ছিন্ন অত্যাধুনিক সেবা দিতে নানা পদক্ষেপ নিলেও তা গ্রহণ করতে পারেন না দূর-দূরান্ত থেকে আসা রোগীরাকারণ জোয়ার আর বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায়ই বন্ধ থাকছে হাসপাতালটির নিচতলার সেবা কার্যক্রমএতে দুর্ভোগে পড়তে হয় রোগীদেরবিশেষ করে প্রান্তিক এলাকা থেকে আসা রোগীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন
মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক মো. মোশারফ হোসাইন বলেন, হাসপাতালটি যখন প্রতিষ্ঠা করা হয় তখন পানি উঠতো না২০১০ সালের পর থেকে পানি ওঠা শুরু হয়এখন যত দিন যাচ্ছে ততই হাসপাতালে পানি ওঠার প্রবণতা বাড়ছেআগে গোড়ালি পর্যন্ত পানি উঠতো, এখন কোমর পরিমাণও পানি জমেতিনি বলেন, জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আমরা হাসপাতালের চারপাশ উঁচু করেছিলামকিন্তু তাতেও রক্ষা হচ্ছে নাসম্প্রতি টানা বৃষ্টিতে কোমর সমান পানি ওঠেএরপর আমরা যেসব পথ দিয়ে হাসপাতালে পানি প্রবেশ করে সেগুলো রোধ করেছিহাসপাতালের শৌচাগারগুলো উঁচু করা হচ্ছে
জরিপ অধিদফতর ও আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে চট্টগ্রাম শহরের গড় উচ্চতা এক মিটারেরও কমনগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় এ উচ্চতা দশমিক দুই মিটারেরও কমবিপরীতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সমুদ্রের পানির উচ্চতা ০.৫ থেকে আড়াই মিটার পর্যন্ত বেড়েছেএসব এলাকার জোয়ারের পানির গড় উচ্চতা ২.৫ থেকে ২.৭৬ মিটারঅতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের পানির স্তর ২.৫-৪.৫ মিটার পর্যন্তও বাড়ে
শুষ্ক মৌসুমে জোয়ারের সময় সাগরের পানির উচ্চতা বাড়ে স্বাভাবিকের তুলনায় আড়াই মিটার থেকে দুই দশমিক ৭৪ মিটারআর বর্ষা মৌসুমে জোয়ারের সময় সাগরের পানির উচ্চতা হয় প্রায় পাঁচ মিটারজোয়ারের উচ্চতা নগরীর গড় উচ্চতার চেয়ে বেশি হওয়ায় এখানকার অনেক এলাকাই নিয়মিতভাবে প্লাবিত হচ্ছেজোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে মানুষের বাসাবাড়ি, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসংকট থেকে পরিত্রাণে বাসিন্দারা সড়ক থেকে বাসাবাড়ির আঙিনা ও সীমানা দেওয়াল উঁচু করছে ইট-সিমেন্ট দিয়ে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বাংলাদেশের উপকূলীয় অনেক জেলাই ক্ষতিগ্রস্ত হবেএর মধ্যে চট্টগ্রামের ঝুঁকি সবচেয়ে বেশিসমুদ্র-তীরবর্তী অঞ্চল হলেও এখানে পাহাড়ের কারণে বর্ষা মৌসুমে বালি-মাটি নেমে আসেএগুলো জমে কর্ণফুলীসহ বেশ কয়েকটি নদী, খাল কিংবা ড্রেনেজ সিস্টেম প্রায় অকার্যকর হয়ে পড়ায় নগরীতে জোয়ারের পানি দীর্ঘসময় ধরে অবস্থান করার প্রবণতা দিন দিন বাড়ছে
২০১৫-২০ সাল পর্যন্ত বিশ্বের ৯৯ শহরের নিমজ্জনের গতি পর্যবেক্ষণ করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রোড আইল্যান্ডের গ্র্যাজুয়েট স্কুল অব ওশেনোগ্রাফির তিন বিশেষজ্ঞতাদের সে গবেষণায় পাওয়া ফলাফল অনুযায়ী গোটা বিশ্বে এখন সবচেয়ে দ্রুতগতিতে সমুদ্রে নিমজ্জনের দিকে এগিয়ে যাচ্ছে চীনের তিয়ানজিং শহরশহরটি ২০১৫-২০ সাল পর্যন্ত সমুদ্রে নিমজ্জিত হয়েছে বছরে গড়ে ৪০ মিলিমিটারেরও বেশি গতিতে, যা বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের বার্ষিক গড় উচ্চতা বৃদ্ধির (২ মিলিমিটার) ২০ গুণেরও বেশিএর পরেই রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম ও ফিলিপাইনের ম্যানিলাএ দুই শহরে বার্ষিক গড় নিমজ্জনের গতি ২০ মিলিমিটার ছাড়িয়েছেসে হিসেবে প্রতি বছর বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধির তুলনায় ১০ গুণেরও বেশি গতিতে ডুবছে চট্টগ্রামপাকিস্তানের করাচি ডুবছে বছরে ১০ মিলিমিটারের বেশি বা বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধির পাঁচ গুণেরও অধিকগবেষণায় এ চার শহরের দ্রুত নিমজ্জনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ব্যাপক মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনকে২০২৩ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টিমসন সেন্টারের পক্ষ থেকে মেজারিং মাল্টি ডাইমেনশনাল ক্লাইমেট রিস্ক ইন চট্টগ্রাম, বাংলাদেশশীর্ষক এক গবেষণা প্রকাশ হয়জাপানের সাসাকাওয়া ফাউন্ডেশনের ওশান পলিসি রিসার্চ ফাউন্ডেশন (ওপিআরআই) ও স্টিমসন সেন্টারের বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যৌথভাবে গবেষণাটি পরিচালনা করে
গবেষণায় দেখা যায়, বর্তমান অবস্থায় চট্টগ্রামে উপকূলীয় ভূমিক্ষয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির গতি বেড়ে যাওয়া, ভূমিধস, মেট্রোপলিটন এলাকায় প্লাবিত হয়ে পড়া এবং উপকূলীয় জলাধারে লবণাক্ততা বেড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশিএছাড়া চট্টগ্রামে ঘূর্ণিঝড় (স্কোর ৮ দশমিক ৩৮) এবং এতে ক্ষতিগ্রস্তের সংখ্যা বৃদ্ধির (৮ দশমিক ৩) দিক থেকেও চট্টগ্রাম এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে বলে এতে উঠে আসেজরিপভিত্তিক এ গবেষণায় স্টিমসন সেন্টার উদ্ভাবিত ক্লাইমেট অ্যান্ড ওশান রিস্ক ভালনারেবিলিটি ইনডেক্স (সিওভিআরআই) ব্যবহার করা হয়এজন্য ঝুঁকির মাত্রা অনুযায়ী শূন্য থেকে ১০ পর্যন্ত স্কোরিং করা হয়সিওভিআরআই সূচকে স্কোর যত বেশি হয়, ঝুঁকির মাত্রা তত বেশি
গবেষকদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহতিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে ২০৫০ সালের মধ্যে চট্টগ্রামের উপকূলীয় অংশের অনেক ভূমি সমুদ্রে তলিয়ে যাবেএতে জলবায়ু উদ্বাস্তু মানুষের মধ্যে অস্থিরতা বেড়ে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবেজলাবদ্ধাতা থেকে মুক্তি দিতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ননামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছেপ্রকল্পের অধীনে ৭৬৯ কিলোমিটার রাস্তা উন্নয়নের কাজ চলছেগত দেড় বছরে প্রকল্পটির ৪৩০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, যার বেশিরভাগই সড়ক সংস্কার ও উঁচু করার পেছনে
প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক ও চসিকের নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন বলেন, মোট ৭৬৯ কিলোমিটার মধ্যে ২০-২৫ শতাংশ সড়ক উঁচু করা হয়েছেজলাবদ্ধতা নিরসনে কোনো কোনো সড়ক ২ ফুট থেকে সাড়ে ৪ ফুট পর্যন্তও উঁচু করা হয়েছেস্থানীয় বাসিন্দাদের চাহিদার পরিপ্রেক্ষিতে মূল সড়কের সঙ্গে সামঞ্জস্য রেখে অলিগলির সড়কও উঁচু করা হচ্ছেশুধু রাস্তা উঁচু করে চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা সমাধান হবে নাযেহেতু সমস্যাটি জলবায়ু পরিবর্তনজনিত, তাই সমাধানের উপায়ও সেভাবে খুঁজতে হবে বলে মনে করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদারতিনি বলেন, জলাবদ্ধতা থেকে বাঁচতে উঁচু করা সড়কগুলো উল্টো পানি নিষ্কাশনে বাধা হয়ে দাঁড়াচ্ছেসড়ক উঁচু করলে আশপাশের ভবন বা স্থাপনাগুলোতে পানি আটকে থাকে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য