ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন সনদবিহীন শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র কড়া বার্তা প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসে তোলপাড় শেয়ারবাজার গতিহীন দ্বিগুণ দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর মহাসচিব খায়রুল নির্বাচিত ঢাকায় নতুন মার্কিন দূত মব সৃষ্টি করে জমি দখলের চেষ্টা সেনাবাহিনীর হস্তক্ষেপে রক্ষা কক্সবাজার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ দিনাজপুরে নদী থেকে ২ যুবকের লাশ উদ্ধার স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে বাদ দিতে মাঠপর্যায়ে কাজ করা হচ্ছে নির্বাচনি জরিপে বিএনপি জামায়াতের হাড্ডাহাডি লড়াইয়ের আভাস রাজস্ব সংগ্রহে এনবিআরের চ্যালেঞ্জ আদালত প্রাঙ্গণে পলককে ডিম নিক্ষেপ ইনকিলাব মঞ্চের ফরিদপুরে শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩ শ্যামনগরে আমন ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবি ছাত্র অধিকার পরিষদের ‘হ্যাঁ’ জয়যুক্ত করতেই হবে-রেজাউল করীম হলফনামায় ‘অপ্রদর্শিত’ সম্পদের মালিকদের শাসক হিসেবে চান না দুদক চেয়ারম্যান কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার-প্রেস সচিব ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি-বাণিজ্য উপদেষ্টা

গজারিয়ায় শাহজালাল হত্যার রহস্য উন্মোচন অভিযুক্তরা আটক

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৮:০৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৮:০৬:২৯ অপরাহ্ন
গজারিয়ায় শাহজালাল হত্যার রহস্য উন্মোচন অভিযুক্তরা আটক
গজারিয়ায় (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
গজারিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশাচালক শাহজালাল হত্যাকাণ্ডের ৩৫ দিন পর হত্যার রহস্য উন্মোচনের করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় দুই অভিযুক্তকে আটক এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিহত শাহজালালের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলো, গজারিয়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে ইব্রাহিম ওরফে সাগর (২৭) ও কুমিল্লার কুমিল্লার কোতোয়ালি থানা এলাকার দাউদেরখাড়া গ্রামের খোরশেদের ছেলে ফাহিম (২৪)। গত শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘাতক ইব্রাহিম ওরফে সাগরকে ও রাত নয়টার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় থেকে ফাহিমকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কুমিল্লার কোতোয়ালি থানা এলাকায় ফাহিমের বাড়ি থেকে নিহত শাহজালালের অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
এদিকে গত শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। তিনি বলেন, ‘অপরাধী এবং ভিকটিম পরস্পর পূর্ব পরিচিত ছিল, তারা দুজনেই পেশায় রিকশাচালক। অপরাধী ইব্রাহিম ওরফে সাগর নেশাসক্ত ছিল।সে দীর্ঘদিন ধরে ভিকটিম শাহজালালকে খুন করে তার অটোরিকশাটি ছিনতাই করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ইব্রাহিম ওরফে সাগর ঘটনার দিন সন্ধ্যায় কোমল পানির সাথে চেতনানাশক ঔষুধ খাইয়ে রশি দিয়ে শাহজালালের হাত-পা বেঁধে সুবিধামতো জায়গায় নিয়ে নদীতে ফেলে দেয়। পরবর্তীতে সে শাহজালালের অটোরিকশাটি চালিয়ে কুমিল্লা গিয়ে তার বন্ধু ফাহিমের কাছে সেটি বিক্রি করে দেয়। আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তারা।  মামলার এজহার সূত্রে জানা যায়, শাহজালাল পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। গত ৫ ডিসেম্বর সকালে অন্যান্য দিনের মতো ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হন তিনি। রাতে বাসায় না ফিরলে বিষয়টি সন্দেহ হয় পরিবারের লোকজনের।তার সন্ধান পেতে খোঁজাখুঁজি শুরু করে তার স্বজনরা।  পরের দিন (৬ ডিসেম্বর) সকালে মধ্য বাউশিয়া গ্রাম সংলগ্ন কাজলী নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। গজারিয়া থানা সূত্রে জানা যায়, ঘটনার পরের দিন নিহত অটোরিকশা চালক শাহজালালের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য