ঢাকা , মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ , ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন সনদবিহীন শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র কড়া বার্তা প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসে তোলপাড় শেয়ারবাজার গতিহীন দ্বিগুণ দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর মহাসচিব খায়রুল নির্বাচিত ঢাকায় নতুন মার্কিন দূত মব সৃষ্টি করে জমি দখলের চেষ্টা সেনাবাহিনীর হস্তক্ষেপে রক্ষা কক্সবাজার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ দিনাজপুরে নদী থেকে ২ যুবকের লাশ উদ্ধার স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে বাদ দিতে মাঠপর্যায়ে কাজ করা হচ্ছে নির্বাচনি জরিপে বিএনপি জামায়াতের হাড্ডাহাডি লড়াইয়ের আভাস রাজস্ব সংগ্রহে এনবিআরের চ্যালেঞ্জ আদালত প্রাঙ্গণে পলককে ডিম নিক্ষেপ ইনকিলাব মঞ্চের ফরিদপুরে শ্রমিকবাহী পিকআপে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩ শ্যামনগরে আমন ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলসহ ৫ দফা দাবি ছাত্র অধিকার পরিষদের ‘হ্যাঁ’ জয়যুক্ত করতেই হবে-রেজাউল করীম হলফনামায় ‘অপ্রদর্শিত’ সম্পদের মালিকদের শাসক হিসেবে চান না দুদক চেয়ারম্যান কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার-প্রেস সচিব ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি-বাণিজ্য উপদেষ্টা

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে স্বপ্ন সারথি সম্মেলন

  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৬:৫২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৬:৫২:০৩ অপরাহ্ন
সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে স্বপ্ন সারথি সম্মেলন
সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে স্বপ্ন সারথি সম্মেলন-২০২৬। গতকাল শনিবার স্বপ্নের সারথি হই-নিজেকে বদলাই, দেশ বদলাই প্রতিপাদ্য নিয়ে
রাজধানীর কেন্দ্রীয় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন হয়। এতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, স্বপ্নবান শিশু-কিশোর, শিক্ষক, সমাজকর্মী এবং মানবিক ব্যক্তিত্বরা অংশ নেন। এদিন সকাল সাড়ে ৮টায় নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ সম্মেলনে শিশুদের চিত্রাঙ্কন কার্যক্রম, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনী, স্বপ্ন ছোঁয়ার গল্প, অতিথিদের বক্তব্য, স্বেচ্ছাসেবীদের অনুপ্রেরণামূলক আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এসইএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। তিনি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো কেবল দান নয়, এটি ভবিষ্যৎ সমাজ বিনির্মাণের বিনিয়োগ। আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তিনি বলেন, স্বপ্ন সবাই দেখে, কিন্তু সুযোগের অভাবে অনেক শিশুর স্বপ্ন বাস্তবায়নের আগেই থেমে যায়। সরকার কী করছে-এই প্রশ্নের পাশাপাশি আমাদের প্রত্যেককে ভাবতে হবে আমরা কী করছি। কারণ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা আসে জনগণের অর্থ থেকেই, আর সুবিধাবঞ্চিত শিশুরাও সমানভাবে স্বপ্ন দেখার অধিকার রাখে।
সম্মেলনে বক্তারা বলেন, দারিদ্র্য, বৈষম্য ও অবহেলার কারণে সমাজের একটি বড় অংশের শিশু স্বপ্ন দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তবে সম্মিলিত মানবিক উদ্যোগের মাধ্যমে এসব শিশু-কিশোরের সম্ভাবনা বিকাশ সম্ভব। স্বপ্ন সারথি সম্মেলন সেই সম্ভাবনারই একটি বাস্তব উদাহরণ। স্বপ্ন সারথি সম্মেলন আয়োজন করে আমাদের পাঠশালা, হাসিমুখ, ছায়াতল বাংলাদেশ, ঈদগাহ বালিকা উচ্চবিদ্যালয়, নতুনের শান্তি নিবাস, মজার ইশকুল, স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন, আপন ফাউন্ডেশন, ছওয়াব ফাউন্ডেশন ও ইয়ুথ ফর বাংলাদেশ। সম্মেলনের অনুপ্রেরণায় ছিল এসইএল। সংহতি প্রকাশ করে যোগ দেয় আলোর দিশারী, স্বপ্ন সারথিসহ অন্যান্য স্বেচ্ছাসেবামূলক সংগঠন। দিনব্যাপী এ আয়োজনে বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা এবং তরুণ প্রজন্মের নেতৃত্বে সামাজিক পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকদের আশাবাদ, বিভিন্ন দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের এই সম্মিলিত প্রয়াস ভবিষ্যতে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স