ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে দিশাহারা হাজারো পরিবার শুল্ক চাপে ব্যবসা-বাণিজ্য হঠাৎ অস্থির শিক্ষাঙ্গন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারেক রহমান ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ-মির্জা ফখরুল পুরুষশূন্য জোবরা গ্রাম, চবি ক্যাম্পাসে উৎকণ্ঠা অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ অনেকের থেঁতলে গেছে হাত-পা নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই -আসিফ নজরুল আরও ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা নীতিমালা সংশোধন ভোট কক্ষের সংখ্যা কমছে নির্বাচনে তিন বাহিনীকে কাজে লাগানো হবে -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কৌশল নতুন চ্যালেঞ্জে নির্বাচন কমিশন ২১৩০ কোটি টাকায় আলেকজান্ডারকে দলে ভেড়ালো লিভারপুল ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ! ভায়োকানোর বিপক্ষে হোঁচট খেলো বার্সা মাঠে ডিম পাড়লো পাখি, এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হলো স্টেডিয়াম পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা নারী বিশ্বকাপে! পোরশায় ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে এক বর্ণাঢ্য র‍্যালিও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে উন্ডিজ বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেল ‘আইএমজি’

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিয়ে যা বললেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৪ ১০:৩২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৪ ১১:২০:৩৪ অপরাহ্ন
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিয়ে যা বললেন আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার ধানমণ্ডি ৩২ নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সমাবেশের আগেই ঢাকার বিভিন্ন ইউনিট-ওয়ার্ড ও থানা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। গতকাল রোববার সমাবেশ উপলক্ষে দূর-দূরান্ত থেকেও দলটির নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে দলে দলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং গাজীপুর মহানগরসহ দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। তাদের অনেককেই ঢাকঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে উদ্যানে প্রবেশ করতে দেখা গেছে। সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে দেখা যায়, ঢাকার বিভিন্ন নির্বাচনী এলাকা থেকে নেতাকর্মীরা বাসে চড়ে ঢাকঢোল, ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ-উল্লাস করতে করতে মিছিল নিয়ে জড়ো হন। সমাবেশে ১০ হাজার নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে যোগ দিয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-৫ আসনের এমপি আলহাজ মশিউর রহমান মোল্লা সজল। তিনি বলেন, গৌরবময় ৭৫ বছরের পথচলায় আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য নানা অবদান রেখেছে। এরমধ্যে সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা। এছাড়া ইতিহাসের বাঁকে বাঁকে এ দলটি মানুষের মুক্তির জন্য কাজ করেছে। তাই এই দলের প্রতি মানুষের এত ভালোবাসা। রাজধানীর ডেমরার ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাফর আহমেদ বাবু বলেন, আজকের দিনটি আমাদের জন্যে উৎসবের মতো। ঈদের পর আরেক ঈদ আজ আমাদের। আওয়ামী লীগের আজ ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী থেকে আমরা কয়েক হাজার নেতাকর্মী এসেছি। সারাদেশ থেকে মানুষ আজ এসেছে সোহরাওয়ার্দীতে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল নিয়ে টিএসসি পর্যন্ত এসেছেন ৯৯নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হাসান সোহেল। তিনি বলেন, ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট বড় মিছিল নিয়ে সবাই একত্রিত হওয়ার উদ্দেশ্যে আসছে। চারদিকে মানুষের ঢল নেমেছে, মানুষে ভরে গেছে আশপাশের এলাকা। আমরাও প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিতে এসেছি। মোহাম্মদপুর থেকে আসা আনোয়ার হোসেন বলেন, মোহাম্মদপুর থেকেই আমরা প্রায় ৭০০ মানুষ এসেছি। আরও বাস এবং পিকআপে আমাদের দলীয় নেতাকর্মীরা আসছেন এখানে। সভায় যোগ দিতে ছোট ছোট মিছিল নিয়ে বনানী থানা যুবলীগের সঙ্গে এসেছেন যুবলীগ কর্মী খোরশেদ আলম। তিনি বলেন, আমরা ক্ষমতাসীন দলের রাজনীতি করি। এই দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, এখানে দলপ্রেমী সবাই আসবে এটাই স্বাভাবিক। এই কারণেই প্রথমে বাসে পরে মিছিল নিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে এসেছি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মী রাহাদ সরকার বলেন, খিলক্ষেত থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হিসেবে আছি। সকাল থেকে নেতাকর্মীদের জড়ো করে সমাবেশের জন্য রওয়ানা হয়েছি। আওয়ামী লীগ দেশের সবচেয়ে সফল রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী আমাদের দিকনির্দেশনা দিয়েছেন। তার নেতৃত্বে এগিয়ে যাবো আমরা। ৪৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী আবুল কালাম আজাদ বলেন, আজকে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার কাছে ঈদের দিনের মতো মনে হচ্ছে। সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয় পড়ুয়া এবং কৃষক শ্রমিক সবাই মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন। দলীয় নেতাকর্মীরা দলে দলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকঢোল, ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ-উল্লাস করতে করতে সমাবেশস্থলে আসছেন। প্রত্যেকে রঙ-বেরঙ্গের পোশাক পরিধান করে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে এসেছেন। বাংলা একাডেমির সামনে ডিএসসিসি ৬৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সোহেল খান জানান, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অন্যবারের চেয়ে আলাদা। এবার প্লাটিনাম জয়ন্তী। সবাই মিলে সমাবেশ সফল করার উদ্দেশে এসেছি।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স