পারিবারিক কলহের জেরে স্ত্রী রুপা আক্তারকে (৩২) কুপিয়ে আহত করেছেন কাস্টমস কর্মকর্তা জালাল উদ্দিন। ঢাকা কাস্টমস হাউজের ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন তিনি। গুরুতর আহত অবস্থায় রুপাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান। রুপা ও জালাল দম্পতির কন্য জান্নাতুল ফেরদৌস বলেন, রাতে বাবা-মা পারিবারিক নানা বিষয় নিয়ে বাগবিতণ্ডা করেন। এক পর্যায়ে মাকে ছুরি দিয়ে শরীরের নানা স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে বাবা। পরে আমরা মাকে ঢামেক নিয়ে হাসপাতালে নেই। তিনি জানান, তার মায়ের শরীরের হাত, ঘাড়সহ নানা স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিষয়টি নিয়ে জালাল উদ্দিনের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
স্ত্রীকে কুপিয়ে আহত করার অভিযোগ কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে
- আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৬:৫২:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৬:৫২:০২ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার