
সৌদিতে ১ হাজার হজযাত্রীর মৃত্যুর শঙ্কা


জনতা ডেস্ক
চলতি বছর হজ করতে গিয়ে সৌদি আরবে অন্তত এক হাজার হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন অনেক হজযাত্রী। তাদের মধ্যে অধিকাংশের মৃত্যুই তীব্র গরমের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।
সৌদির সরকারি প্রশাসন, মক্কার বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন দেশের দূতাবাসের মাধ্যমে আন্তর্জাতিক বার্তা সংস্থায় প্রকাশিত তথ্যের বরাতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। এতে বলা হয়েছে, হজ পালনে গিয়ে মৃতদের তালিকায় বৃহস্পতিবার নতুন করে মিশরের আরও ৫৮ হজযাত্রীর নাম যুক্ত হয়েছে। আরবের এক কূটনীতিক এ তথ্য জনিয়েছেন। হজ পালন করতে গিয়ে প্রাণ হারানো এক হাজার হজযাত্রীর মধ্যে মিশরের নাগরিকই ৬৫৮ জন। যাদের মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত। এছাড়াও মৃত এসব হজযাত্রীদের মধ্যে ৬৮ জন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। এছাড়া জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান থেকে আসা বহু হজযাত্রীর মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ নির্দিষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল,তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে ২ হাজারেরও বেশি হজযাত্রীর চিকিৎসা নিচ্ছেন। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে একটি হজ। প্রতি বছর সৌদি আরবে হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ জড়ো হন। এ বছর হজ মৌসুমে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ১৮ লাখের বেশি হজযাত্রী পবিত্র হজ পালন করেছেন।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ