ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন-নাহিদ মব বন্ধ না করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, প্রশ্ন মান্নার জঙ্গিসংশ্লিষ্টতা তদন্তে কুয়ালালামপুরকে সহযোগিতা করবে ঢাকা আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলতে দেয়া হবে না-হেফাজত সাংবাদিকদের কেন ‘দোসর’ বলা হয় ব্যাখ্যা দিলেন প্রেস সচিব যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে আমাদের লড়াই চলবে-জামায়াত আমির ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ-অর্থ উপদেষ্টা আ’লীগের দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য-তারেক রহমান প্রধানমন্ত্রীর ক্ষমতায় লাগাম টানতে হবে-বদিউল আলম দেড় বছরে বাংলাদেশে পালিয়ে এসেছে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া ফেরত পাঠানো ৩ জন কারাগারে পবিত্র আশুরা আজ সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই আরও ২৯৪ জনের ডেঙ্গু শনাক্ত পবিত্র আশুরা ন্যায় প্রতিষ্ঠায় সাহস জোগাবে-প্রধান উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে চুয়াডাঙ্গায় ট্যাংকলরি ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩ ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ডিএসসিসির
প্রথমবার স্বীকার করলো ইসরাইল

হামাসকে নির্মূল করা সম্ভব নয়

  • আপলোড সময় : ২০-০৬-২০২৪ ০৭:১৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ০৭:১৪:২৮ অপরাহ্ন
হামাসকে নির্মূল করা সম্ভব নয়
জনতা ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের প্রধানতম লক্ষ্য ছিল হামাসকে হারানোকিন্তু টানা আট মাস ধরে অভিযান চালিয়ে ৩৭ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যার পর এখন তারা বলছে, স্বাধীনতাকামী গোষ্ঠীটিকে নির্মূল করা সম্ভব নয়ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র গত বুধবার বলেছেন, হামাস একটি আদর্শআর কোনো আদর্শকে নির্মূল করা যায় নাইসরাইলি কোনো কর্মকর্তার মুখ থেকে এ ধরনের কথা এটিই প্রথমবার শোনা গেলো
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আচমকা হামলার পর গাজায় অভূতপূর্ব আগ্রাসন শুরু করে ইসরাইলি সামরিক বাহিনীএই অভিযানে তারা হামাসের প্রতিপত্তি নির্মূলে ব্যর্থ হলেও ডেকে এনেছে ব্যাপক ধ্বংসযজ্ঞগত আট মাসে ইসরাইলের হামলায় অন্তত ৩৭ হাজার ৩৯৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশুআহত হয়েছেন আরও ৮৫ হাজারের বেশি মানুষইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, আমরা হামাসকে নির্মূল করতে যাচ্ছি, এটি হলো মানুষের চোখে ধুলো দেওয়াআমরা বিকল্প ব্যবস্থা দিতে না পারলে হামাস শেষ পর্যন্ত টিকে থাকবেতার কথায়, হামাস হলো একটি আদর্শআর আমরা কোনো আদর্শকে নির্মূল করতে পারি নাউচ্চপদস্থ একজন সেনা কর্মকর্তার এমন মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে ইসরাইলেএরই মধ্যে তার ওই মন্তব্য প্রত্যাখ্যান করেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়নেতানিয়াহু বারবার বলে এসেছেন, হামাস পরাজিত না হওয়া পর্যন্ত তাদের গাজা আক্রমণ শেষ হবে নাতার কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের রাজনৈতিক ও নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করাকে নির্ধারণ করেছেইসরাইলি সামরিক বাহিনী অবশ্যই এর প্রতি অঙ্গীকারবদ্ধবিতর্কের মুখে পরে নিজেদের টেলিগ্রাম চ্যানেলে ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, রিয়ার অ্যাডমিরাল হাগারি হামাসকে একটি আদর্শ হিসেবে সম্বোধন করেছিলেন এবং তার বিবৃতি পরিষ্কার ও স্পষ্ট বলে উল্লেখ করেছিলেনঅন্য যেকোনো দাবি বক্তব্যটিকে প্রসঙ্গের বাইরে নিয়ে যাচ্ছে
এদিকে ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে বলে সতর্ক করেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ভলকার তুর্কজেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভলকার তুর্ক ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার অধিবাসীদের দুর্বিষহ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেনভলকার তুর্ক বলেন, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপ হচ্ছেফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অক্টোবর থেকে ১৫ জুন পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত হয়েছে ৫২৮ জন ফিলিস্তিনিএদের মধ্যে ১৩৩ জনই শিশুইসরাইলি সেনাবাহিনীর বেশিরভাগ হামলাই মানবাধিকার আইন লঙ্ঘন করে চালানো হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেনপশ্চিম তীরের বেসামরিকদের ওপর আগ্রাসনের পরিমান দিন দিন বাড়ছেফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরের রামাল্লা এবং এল-বিরহ গভর্নরেটের বেশ কয়েকটি শহর ও গ্রামে ঝড়ের সময় ইসরাইলি সেনাবাহিনী ৫ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেএছাড়া এ সময় তারা সেখানকার কৃষি জমিতে বসতি স্থাপনকারীদের ওপর আক্রমণ চালায়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য