ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

ফ্রান্সের আধিপত্য ধরে রাখার অভিযান

  • আপলোড সময় : ২০-০৬-২০২৪ ০৭:১০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ০৭:১০:৪৯ অপরাহ্ন
ফ্রান্সের আধিপত্য ধরে রাখার অভিযান

স্পোর্টস ডেস্ক
একটা সময়ে ফ্রান্সের বিপক্ষে একক আধিপত্য ছিল নেদারল্যান্ডসেরসেসব এখন অনেক দূরের অতীতগত কয়েক বছর ধরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দাপট দেখা গেছে ফরাসিদেরইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তাদের আরেকটি লড়াই সামনে রেখে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সাফল্যের ধারা ধরে রাখতে পারবে দিদিয়ে দেশমের দল নাকি অতীতকে ফিরিয়ে আনবে ডাচরাআগামী শুক্রবার মুখোমুখি হবে ফ্রান্স ও নেদারল্যান্ডসলাইপজিগের রেড বুল অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়চলতি আসরে দুই দলেরই দ্বিতীয় ম্যাচ এটিএবারের লড়াইয়ে হয়তো মিলে যাবে ইউরোর ডি গ্রুপের সেরাওদলের সেরা তারকা কিলিয়ান এমবাপেকে ছাড়াই হয়তো এই ম্যাচ খেলতে হবে ফ্রান্সকেঅস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে নাক ভেঙে গেছে এই ফরোয়ার্ডেরযখন মাঠে ফিরবেন, তাকে খেলতে হবে মাস্ক পরেতবে নেদারল্যান্ডসের বিপক্ষে তার খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণডাচদের জন্য যা হবে বড় স্বস্তিরইউরোর বাছাইপর্বেও একই গ্রুপে ছিল ফ্রান্স ও নেদারল্যান্ডসযেখানে দুই ম্যাচেই জেতে ২০১৮ সালের বিশ্বকাপ জয়ীরাএমবাপে গোল করেন ৪টি, প্রতি ম্যাচে ২টি করেডাচদের বিপক্ষে এখন পর্যন্ত ৬ ম্যাচে তার গোল ৫টিফ্রান্সের হয়ে তার ৪৭ গোলের প্রথমটিও ছিল ডাচদের বিপক্ষেই, ২০১৭ সালেআন্তর্জাতিক ফুটবলে এমবাপের ৪৭ গোলের ১২টি দুই বিশ্বকাপেতবে বিস্ময়কর হলেও সত্যি, ইউরোর মূল পর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে গোলের দেখা পাননি তিনি২০২১ সালে হওয়া গত আসরে ৪ ম্যাচে ২টি অ্যাসিস্ট করলেও তিনি জালের দেখা পাননিশেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শুটআউটেও তার শট জাল খুঁজে পায়নি, ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষকঅস্ট্রিয়ার বিপক্ষে এমবাপের বদলি নেমেছিলেন ফ্রান্সের রেকর্ড গোলদাতা অলিভিয়ে জিরুসেদিন সুবর্ণ একটি সুযোগ হারান তিনিএটি তার সপ্তম বড় টুর্নামেন্টআসর শেষে জাতীয় দলকে বিদায়ের ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকারএমবাপেকে নিয়ে এবং তাকে ছাড়া ফ্রান্স দলের শক্তি-সামর্থ্য ভালো করেই জানা আছে নেদারল্যান্ডসেরবিশ্বকাপজয়ী তারকা শুক্রবার না খেলতে পারলে ডাচদের জন্য তা হবে ইতিবাচক দিকরোনাল্ড কুমানের দলও আসর শুরু করেছে জয় দিয়েপোল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতলেও অনেক সুযোগ নষ্ট করে তারাফ্রান্সের বিপক্ষে গোল-মুখে তাই আরও ধারাল হতে হবে তাদেরফ্রান্সের বিপক্ষে মুখোমুখি প্রথম চার ম্যাচেই জিতেছিল নেদারল্যান্ডসতবে দুই দলের সবশেষ আট ম্যাচে ডাচদের জয় স্রেফ একটি, বাকি সাতটি জিতেছে ফরাসিরাএবার কার মুখে থাকবে জয়ের হাসি?-উত্তর মিলবে শুক্রবার
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ