ফরিদপুর প্রতিনিধি
দোয়া ও পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের গোবিন্দপুরে কবির পারিবারিক কবরস্থানে কবির কবরে ফুলের শ্রদ্ধা জানান জসীম ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা ও পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম। এছাড়াও ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
পরে কবির আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পল্লীকবি জসীমউদ্দীন তার কবিতা, গান ও উপন্যাসের মধ্য দিয়ে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন। ১৯০৩ সালে জেলার সদর উপজেলা কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানা বাড়িতে কবির জন্ম হয়।
নাজিম বকাউল , ফরিদপুর
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত
- আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:০২:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:০২:৩৩ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার