বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংসদ ভবন থেকে জিয়া উদ্যানের সংযোগ সেতুর মুখে এ ভিড় লক্ষ্য করা যায়। সংযোগ সেতুর মুখেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং কেউ যেন সমাধির কাছে চলে যেতে না পারেন, সেটা নিশ্চিত করেন। ফলে এ সময় দেখা যায় উৎসুক জনতা সেতুর মুখের সড়কে অবস্থান করেন। কেউ দূর থেকেই মোবাইলে ছবি তুলছেন। আবার কেউ বেগম খালেদা জিয়ার কথা ভেবে স্মৃতিকাতর হয়ে পড়ছেন। উপস্থিত জনতার কণ্ঠে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ দেখতে পাওয়া যায়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata