ঢাকা , সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় আসন বিন্যাস নিয়ে উত্তেজনা, থানায় হামলা–অগ্নিসংযোগ ওরিয়েন্টেশনে চমক দেখালো ডিএমআরসি গাংগুরিয়া ডিগ্রী কলেজে নবীন বরণ ও শুভ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত মালয়েশিয়া প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু ইসির যমুনা ও সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি গণঅধিকার পরিষদের মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৫৯ কোটি টাকা আত্মসাৎ, আসামি ৩১ জন টানা ১৪ দিনের দীর্ঘ ছুটি আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে দেশীয় উদ্যোক্তাদের জন্য নতুন টেলিকম নীতিমালা ঝুঁকিপূর্ণ রাজধানীতে কিশোর গ্যাংয়ে বাড়ছে অপরাধ দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিপুল টাকার আর্থিক অনিয়ম সোনা চোরাচালানে জড়িয়ে পড়ছে বিমানের ক্রুরা ডাকসু-জাকসুতে নির্দিষ্ট সংগঠনকে জালিয়াতি করে জয়ী করেছে কর্তৃপক্ষ-রিজভী কারাবন্দিদের সাজার মেয়াদ কমবে-স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দোহায় আরব-মুসলিম শীর্ষ সম্মেলনে যোগ দিবেন পররাষ্ট্র উপদেষ্টা জাপা ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি মামুনুল হকের খিলগাঁওয়ে মামলা তুলে নিতে বাদীকে হুমকি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিয়েতে বাধা দেওয়ায় প্রেমিকাকে খুন, গ্রেফতার ৩ রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

সুপার এইটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা

  • আপলোড সময় : ২০-০৬-২০২৪ ০৭:০৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ০৭:০৮:৫৩ অপরাহ্ন
সুপার এইটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
গ্রুপ পর্বে নিষ্প্রভ কুইন্টন ডি কক সুপার এইটে প্রথম ম্যাচেই ছড়ালেন আলোতার বিস্ফোরক ফিফটি এবং এইডেন মারক্রাম ও হাইনরিখ ক্লসেনের কার্যকর ইনিংসে বড় পুঁজি গড়ল দক্ষিণ আফ্রিকারান তাড়ায় চমৎকার ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস্য এক জয়ের আশা দেখালেন আনড্রিস হাউসকিন্তু শেষ পর্যন্ত দলকে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছাতে পারলেন না তিনিঅ্যান্টিগায় বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারায় দক্ষিণ আফ্রিকা১৯৪ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় ১৭৬ রানেআসরে প্রথম চার ম্যাচে কেবল ৪৮ রান করাডি ককের ব্যাট অবশেষে জ¦লে ওঠে৫ ছক্কা ও ৭ চার৪০ বলে ৭৪ রানেরইনিংস খেলেম্যাচ সেরার পুরস্কার জেতেন এই কিপার-ব্যাটসম্যানমারক্রামের ব্যাট থেকে আসে ৪৬ রান, ক্লসেন করেন ৩৬লক্ষ্য তাড়ায় ৭৬ রানে ৫ উইকেট হারানো যুক্তরাষ্ট্রকে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে টানেন হাউসপাঁচটি করে ছক্কা-চারে ৪৭ বলে ৮০ রানে অপরাজিত থাকেন তিনিতার সঙ্গে হারমিত সিংয়ের ৯১ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখে দলটিকিন্তু শেষ দুই ওভারে ২৮ রানের সমীকরণে কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়ার দুর্দান্ত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি তারাতৃতীয় ওভারে রিজা হেনড্রিকসকে হারানোর চাপ দলের ওপর পড়তে দেননি ডি ককপরের ওভারেই তিনি জাসদিপ সিংকে মারেন তিন ছক্কা ও এক চারসঙ্গে মারক্রামের চারে ওভারটি থেকে আসে ২৮ রাননাসথুশ কেনজিগিকে দুই চারের পর ষষ্ঠ ওভারে আলি খানকে ছক্কায় ওড়ান ডি ককপাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাডি ককের ঝড় চলতে থাকে পরেওআগ্রাসী ব্যাটিংয়ে ২৬ বলে ফিফটি স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটসম্যানতাকে দারুণ সঙ্গ দেন মারক্রামতাদের ব্যাটে ১০ ওভারে ১০১ রান করে ফেলে দলটিকোরি অ্যান্ডারসনের ওভারে এক ছক্কা ও দুই চার মারা ডি কক হারমিতকে ছক্কার চেষ্টায় ধরা পড়েন বাউন্ডারিতেতার বিদায়ে ভাঙে ৬০ বল স্থায়ী ১১০ রানের জুটিপরের বলে ডেভিড মিলারের ফিরতি ক্যাচ নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও পারেননি বাঁহাতি স্পিনার হারমিতএক ওভার পর মারক্রামের ১ ছক্কা ও ৪টি চারে সাজানো ৩২ বলের ইনিংসটি থামান সৌরভ নেত্রাভালকারএরপর আর উইকেট পড়তে দেননি ক্লসেন ও স্টাবসতাদের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে দুইশর কাছে পৌঁছায় দক্ষিণ আফ্রিকার রানবিশাল লক্ষ্য তাড়ায় দ্রুত রান তুলতে থাকা স্টিভেন টেইলরকে টিকতে দেননি রাবাদামার্কো ইয়ানসেনকে ছক্কা মারা নিতিশ কুমারও অভিজ্ঞ এই পেসারের শিকারদুই উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে যুক্তরাষ্ট্রঅ্যারন জোন্সকে রানের খাতা খুলতে দেননি কেশভ মহারাজছক্কা হজম করার পরের বলেই অ্যান্ডারসনের স্টাম্প ভেঙে দেন নরকিয়াআরেকটি উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়া যুক্তরাষ্ট্রের হাল ধরেন হাউস ও হারমিততাদের ব্যাটে দ্রুত আসতে থাকে রাননরকিয়াকে দুই ছক্কা ও এক চার মেরে ৩৩ বলে ফিফটি স্পর্শ করেন হাউসওই ওভার থেকে আসে ১৯ রানতাব্রেজ শামসির ওভারে দুটি ছক্কা হাঁকান হাউস, একটি মারেন হারমিতওভারটিতে ২২ রান দেন বাঁহাতি রিস্ট স্পিনারপরের ওভারে প্রথম বলে হারমিতকে ফিরিয়ে দেন রাবাদাঅসাধারণ বোলিংয়ে ওভারটিতে কেবল ২ রান দেন তিনিশেষ ওভারে নরকিয়ার দারুণ বোলিংয়ে ২৬ রানের কঠিন সমীকরণের ধারেকাছেও যেতে পারেনি যুক্তরাষ্ট্র
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯৪/৪ (ডি কক ৭৪, হেনড্রিকস ১১, মারক্রাম ৪৬, মিলার ০, ক্লসেন ৩৬*, স্টাবস ২০*; নেত্রাভালকার ৪-০-২১-২, আলি ৪-০-৪৫-০, জাসদিপ ২-০-৩৬-০, কেনজিগি ৩-০-২৯-০, হারমিত ৪-০-২৪-২, টেইলর ২-০-২১-০, অ্যান্ডারসন ১-০-১৭-০)
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৭৬/৬ (টেইলর ২৪, হাউস ৮০*, নিতিশ ৮, জোন্স ০, অ্যান্ডারসন ১২, শায়ান ৩, হারমিত ৩৮, জাসদিপ ২*; ইয়ানসেন ৩-০-৩২-০, মারক্রাম ১-০-১৩-০, রাবাদা ৪-০-১৮-৩, মহারাজ ৪-০-২৪-১, নরকিয়া ৪-০-৩৭-১, শামসি ৪-০-৫০-১)
ফল: দক্ষিণ আফ্রিকা ১৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: কুইন্টন ডি কক
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য