ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

সুপার এইটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা

  • আপলোড সময় : ২০-০৬-২০২৪ ০৭:০৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ০৭:০৮:৫৩ অপরাহ্ন
সুপার এইটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
গ্রুপ পর্বে নিষ্প্রভ কুইন্টন ডি কক সুপার এইটে প্রথম ম্যাচেই ছড়ালেন আলোতার বিস্ফোরক ফিফটি এবং এইডেন মারক্রাম ও হাইনরিখ ক্লসেনের কার্যকর ইনিংসে বড় পুঁজি গড়ল দক্ষিণ আফ্রিকারান তাড়ায় চমৎকার ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রকে অবিশ্বাস্য এক জয়ের আশা দেখালেন আনড্রিস হাউসকিন্তু শেষ পর্যন্ত দলকে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছাতে পারলেন না তিনিঅ্যান্টিগায় বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১৮ রানে হারায় দক্ষিণ আফ্রিকা১৯৪ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় ১৭৬ রানেআসরে প্রথম চার ম্যাচে কেবল ৪৮ রান করাডি ককের ব্যাট অবশেষে জ¦লে ওঠে৫ ছক্কা ও ৭ চার৪০ বলে ৭৪ রানেরইনিংস খেলেম্যাচ সেরার পুরস্কার জেতেন এই কিপার-ব্যাটসম্যানমারক্রামের ব্যাট থেকে আসে ৪৬ রান, ক্লসেন করেন ৩৬লক্ষ্য তাড়ায় ৭৬ রানে ৫ উইকেট হারানো যুক্তরাষ্ট্রকে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে টানেন হাউসপাঁচটি করে ছক্কা-চারে ৪৭ বলে ৮০ রানে অপরাজিত থাকেন তিনিতার সঙ্গে হারমিত সিংয়ের ৯১ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখে দলটিকিন্তু শেষ দুই ওভারে ২৮ রানের সমীকরণে কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়ার দুর্দান্ত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি তারাতৃতীয় ওভারে রিজা হেনড্রিকসকে হারানোর চাপ দলের ওপর পড়তে দেননি ডি ককপরের ওভারেই তিনি জাসদিপ সিংকে মারেন তিন ছক্কা ও এক চারসঙ্গে মারক্রামের চারে ওভারটি থেকে আসে ২৮ রাননাসথুশ কেনজিগিকে দুই চারের পর ষষ্ঠ ওভারে আলি খানকে ছক্কায় ওড়ান ডি ককপাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাডি ককের ঝড় চলতে থাকে পরেওআগ্রাসী ব্যাটিংয়ে ২৬ বলে ফিফটি স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটসম্যানতাকে দারুণ সঙ্গ দেন মারক্রামতাদের ব্যাটে ১০ ওভারে ১০১ রান করে ফেলে দলটিকোরি অ্যান্ডারসনের ওভারে এক ছক্কা ও দুই চার মারা ডি কক হারমিতকে ছক্কার চেষ্টায় ধরা পড়েন বাউন্ডারিতেতার বিদায়ে ভাঙে ৬০ বল স্থায়ী ১১০ রানের জুটিপরের বলে ডেভিড মিলারের ফিরতি ক্যাচ নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও পারেননি বাঁহাতি স্পিনার হারমিতএক ওভার পর মারক্রামের ১ ছক্কা ও ৪টি চারে সাজানো ৩২ বলের ইনিংসটি থামান সৌরভ নেত্রাভালকারএরপর আর উইকেট পড়তে দেননি ক্লসেন ও স্টাবসতাদের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে দুইশর কাছে পৌঁছায় দক্ষিণ আফ্রিকার রানবিশাল লক্ষ্য তাড়ায় দ্রুত রান তুলতে থাকা স্টিভেন টেইলরকে টিকতে দেননি রাবাদামার্কো ইয়ানসেনকে ছক্কা মারা নিতিশ কুমারও অভিজ্ঞ এই পেসারের শিকারদুই উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ৫৩ রান তোলে যুক্তরাষ্ট্রঅ্যারন জোন্সকে রানের খাতা খুলতে দেননি কেশভ মহারাজছক্কা হজম করার পরের বলেই অ্যান্ডারসনের স্টাম্প ভেঙে দেন নরকিয়াআরেকটি উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়া যুক্তরাষ্ট্রের হাল ধরেন হাউস ও হারমিততাদের ব্যাটে দ্রুত আসতে থাকে রাননরকিয়াকে দুই ছক্কা ও এক চার মেরে ৩৩ বলে ফিফটি স্পর্শ করেন হাউসওই ওভার থেকে আসে ১৯ রানতাব্রেজ শামসির ওভারে দুটি ছক্কা হাঁকান হাউস, একটি মারেন হারমিতওভারটিতে ২২ রান দেন বাঁহাতি রিস্ট স্পিনারপরের ওভারে প্রথম বলে হারমিতকে ফিরিয়ে দেন রাবাদাঅসাধারণ বোলিংয়ে ওভারটিতে কেবল ২ রান দেন তিনিশেষ ওভারে নরকিয়ার দারুণ বোলিংয়ে ২৬ রানের কঠিন সমীকরণের ধারেকাছেও যেতে পারেনি যুক্তরাষ্ট্র
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৯৪/৪ (ডি কক ৭৪, হেনড্রিকস ১১, মারক্রাম ৪৬, মিলার ০, ক্লসেন ৩৬*, স্টাবস ২০*; নেত্রাভালকার ৪-০-২১-২, আলি ৪-০-৪৫-০, জাসদিপ ২-০-৩৬-০, কেনজিগি ৩-০-২৯-০, হারমিত ৪-০-২৪-২, টেইলর ২-০-২১-০, অ্যান্ডারসন ১-০-১৭-০)
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৭৬/৬ (টেইলর ২৪, হাউস ৮০*, নিতিশ ৮, জোন্স ০, অ্যান্ডারসন ১২, শায়ান ৩, হারমিত ৩৮, জাসদিপ ২*; ইয়ানসেন ৩-০-৩২-০, মারক্রাম ১-০-১৩-০, রাবাদা ৪-০-১৮-৩, মহারাজ ৪-০-২৪-১, নরকিয়া ৪-০-৩৭-১, শামসি ৪-০-৫০-১)
ফল: দক্ষিণ আফ্রিকা ১৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: কুইন্টন ডি কক
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য