পোস্টাল ব্যালট নিবন্ধনের সময় আরও বাড়লো
- আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৭:০৫:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৭:০৫:০২ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমা আবারও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সময় অনুযায়ী আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করতে পারবেন। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় “পোস্টাল ভোট বিডি” অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা ছিল গত ২৫ ডিসেম্বর পর্যন্ত। পরবর্তী সময়ে তা বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার তা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন দেশে থেকে ১০ লাখ ৬২ হাজার ১৬৫ জন। যা প্রতি মুহূর্তে বাড়ছে। আখতার আহমেদ বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের সময় আগামী বছরের ৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এরপর আর এ সয়ম বৃদ্ধির কোনও সুযোগ থাকবে না। ‘খালেদা জিয়া মারা গেছেন, উনি তিনটা আসনে মনোনয়ন দাখিল করেছেন। ওই তিনটা আসনের আইনি বিধান কী হবে’- জানতে চাইলে ইসি সচিব বলেন, আইনের বিধান আমার যতটুকু জানা স্মৃতির থেকে বলছি, আরপিও ১৫ থেকে ১৭ বা ১৮ পর্যন্ত একটু দেখে নিয়েন। আমাকে দেখে বলতে হবে। উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার