ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

সচিবালয়ে প্রথম কর্মদিবসে ঈদের আমেজ

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০৯:৩৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ১২:০৩:৩৫ পূর্বাহ্ন
সচিবালয়ে প্রথম কর্মদিবসে ঈদের আমেজ ঈদুল আজাহার তিনদিনসহ মোট পাঁচদিনের টানা ছুটি শেষে বুধবার থেকে খুলেছে সরকারি অফিস। প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন। ফলে সচিবালয়ে ঈদের আমেজ বিরাজ করছে
ঈদুল আজাহার তিনদিনসহ মোট পাঁচদিনের টানা ছুটি শেষে গতকাল বুধবার থেকে খুলেছে সরকারি অফিস। ফাঁকা ঢাকার মতো প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও ছুটির পর প্রথম কার্যদিবস হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার কম, ঈদ আমেজ কাটেনি। প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেন। ফলে সচিবালয়ে ঈদের আমেজ বিরাজ করছিল। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ¦ালানি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, সচিবালয় চত্বর, করিডোর ও প্রত্যেকের রুমে রুমে চলছে শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলি। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তাদের উপস্থিতি ছিল কম। এবার ঈদের তিনদিন ছুটির শুরুতে দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে টানা পাঁচদিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন কর্মজীবীরা। আর দুদিনের ঐচ্ছিক ছুটি যারা নিয়েছেন তারা এবার ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন টানা সাতদিন। সঙ্গে পাবেন আরও দুদিন অর্থাৎ মোট নয়দিন। পাঁচদিনের ছুটি শেষে গতকাল বুধবার যাদের কাজে যোগ দিতে হয়েছে তারা শুরুর দিন কাটিয়েছেন শুভেচ্ছা বিনিময় করে। সচিবালয়ে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম ছিল? গাড়ি পার্কিং করার জায়গাও ফাঁকা পড়ে আছে। ঈদের ছুটির পর যারা অফিসে এসেছেন সেই কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলোও অন্যান্য দিনের তুলনায় ফাঁকা। ৪ নম্বর ভবনের দক্ষিণ, ৬ নম্বর ভবনের উত্তর পাশের পার্কিংয়ের স্থানসহ বিভিন্ন জায়গা ফাঁকা ছিল। সচিবালয়ে লিফটগুলোর সামনে ভিড় ছিল না। সচিবালয়ে দর্শনার্থীর কক্ষটিও ছিল ফাঁকা। এদিকে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। এদিন কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া প্রথম দিনে অফিসে আসেন স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রীসহ অনেকে। বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার অফিস খুলেছে। তবে অনেকেই দুদিন ঐচ্ছিক ছুটি নিয়ে টানা সাতদিনের সঙ্গে পাবেন আরও দুদিন অর্থাৎ মোট নয়দিন ছুটি উপভোগ করছেন। ঈদের পরে প্রথম কর্মদিবস মোটামুটি এমনই হয়ে থাকে। খুব একটা কাজ হয় না, আবার অনেকেই ছুটিতে থাকেন। যারা অফিসে এসেছেন তাদেরও গল্প করে সময় কাটাচ্ছেন। তাই আগামী রোববার থেকে সচিবালয়ের অফিস পুরোদমে শুরু হবে। স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা জানান, প্রায় অর্ধেক কর্মকর্তা-কর্মচারীই আসেনি। আমরা যে কক্ষে বসি সেখানে চারজনের মধ্যে এসেছে দুজন। বেশির ভাগই ছুটিতে রয়েছেন। আমাদের অধিকাংশ কর্মকর্তা ছুটিতে আছেন। আগামী রোববার থেকে অফিসে কর্মতৎপরতা বাড়বে। ঈদের ছুটির সঙ্গে অনেকে বাড়তি ছুটি নেওয়ায় অফিস সেভাবে জমে উঠেনি। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান জানান, ঈদের ছুটি শেষ করে অফিস করছি। বিশেষ কোনো কাজ না থাকায় ঐচ্ছিক ছুটির প্রয়োজন হয়নি। তিনি আরও জানান, ঈদের পর অফিস করে বেশ ভালোই লাগছে। কর্মকর্তাদের উপস্থিতি কম হলেও যারাই এসেছেন সবার মধ্যে ঈদের আমেজ রয়েছে। অনেকেই শুভেচ্ছা বিনিময় করেছেন। উল্লেখ্য, গত সোমবার দেশে মুসলমানদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ১৬, ১৭ ও ১৭ জুন ঈদের ছুটি ছিলে। এর আগে ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচদিন ছুটি ভোগ করেন। ছুটি শেষে গতকাল বুধবার থেকে অফিস শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স