ঢাকা , সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০৮:১১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৪ ১২:০৫:৪৯ পূর্বাহ্ন
রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ছবিটি গতকাল বুধবার কমলাপুর রেল স্টেশন থেকে তোলা
ঈদের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। গত ১২ জুন থেকে ধাপে ধাপে ঈদুল আজহার ছুটিতে রাজধানী ছাড়তে শুরু করেছিলেন এই মানুষেরা। এখন ফেরার পালা। ছুটি ও কাজের ব্যস্ততার ওপর ভিত্তি করে ফিরছেন তারা। যাদের বাড়তি ছুটি নেই, কাজে যোগ দেওয়ার তাড়া, গত মঙ্গলবার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেন তারা। মূলত গতকাল বুধবার যাদের অফিস খোলা ছিল, তারা গত মঙ্গলবারই পৌঁছেছেন ঢাকায়। আর যাদের অফিস আরও পরে খুলবে, তারা গতকাল বুধবার ফিরে আসেন। এভাবেই ধাপে ধাপে কর্মক্ষেত্রে যোগ দিতে ফিরবেন কর্মজীবী মানুষেরা। আগামী কয়েক দিনের মধ্যেই কর্মব্যস্ত মানুষের উপস্থিতিতে চিরচেনা রূপে ফিরবে রাজধানী ঢাকা। কেবল কর্মজীবী মানুষেরাই ঢাকায় ফিরছেন এমনটা না। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরাও ফিরছেন ঢাকায়। তাদেরও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় হয়ে এসেছে। গতকাল বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে অবস্থান করে দেখা যায়- রাজধানীতে ফিরে আসা মানুষের চিত্র। সকাল থেকেই স্টেশনে বাড়তে থাকে মানুষের ভিড়। একে একে স্টেশনে আসতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেন। এ সময় কথা হয়, ফিরে আসা কয়েকজন যাত্রীর সঙ্গে। মূলত কর্মক্ষেত্রে যোগ দিতেই তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছেন তারা। পাশাপাশি শিক্ষার্থীরাও ফিরছেন নিজেদের প্রয়োজনে। তরিকুল ইসলাম রানা বনলতা এক্সপ্রেসে ঢাকা এসেছেন রাজশাহী থেকে। তিনি বলেন, স্ত্রী-সন্তানকে নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি গিয়েছিলাম। বৃহস্পতিবার থেকে আমার অফিস শুরু হবে, তাই আজকে ফিরে এসেছি। সময় মতো ট্রেন ছাড়া এবং সময় মতো পৌঁছানোর প্রশংসা করে তিনি বলেন, রাজশাহী থেকে ট্রেন ছাড়তে কোনো লেট করেনি। কোথাও কোনো সমস্যা হয়নি। আমরা সময় মতোই ঢাকায় এসেছি। খুবই ভালো লেগেছে। পঞ্চগড় থেকে ঢাকা ফিরেছেন হুমায়ূন। তিনি বলেন, আমার নিজের ব্যবসা। তাই দেরিতে ফিরলেও সমস্যা হতো না। কিন্তু আসতে হয়েছে বাচ্চাদের স্কুলের জন্য। ওদের স্কুল খুলে যাবে তাই চলে এসেছি। লম্বা জার্নি করলে বাচ্চারা টায়ার্ড হয়ে যায়, তাই আগেভাগেই চলে এসেছি। স্কুল খোলার আগে ওরা কিছুটা রেস্ট নিতে পরেবে। ঢাকা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার সাইফুল ইসলামবলেন, সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কমিউটার ও আন্তঃনগর মিলিয়ে মোট ১১টির মতো ট্রেন ঢাকায় এসে পৌঁছেছে। এগুলোর মধ্যে মোহনগঞ্জ এক্সপ্রেস, তূর্ণা-নিশিতা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, ঢাকা মেইল, নীলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস ট্রেনগুলো এসেছে। একইসঙ্গে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশে এখনও পর্যন্ত ২৪টি কমিউটার ও আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ঈদ শেষে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। গত মঙ্গলবারের চেয়ে গতকাল বুধবার ফিরে আসা যাত্রীর সংখ্যা অনেকটা বেড়েছে। আজ বৃহস্পতিবার থেকে এই সংখ্যা আরও বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ