ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিবন্ধন চাওয়া ১৪৪ দলই প্রাথমিক বাছাইয়ে অনুত্তীর্ণ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৭৫ বাক্সবন্দি মেশিন এখন চায়ের টেবিল সংখ্যালঘু ঐক্য মোর্চার সংবাদ সম্মেলন নিয়ে পুলিশের ব্যাখ্যা ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো প্রাণনাশের হুমকি দিল প্রতারক ৪ দফা দাবি জোরপূর্বক প্রত্যাগত ওমান প্রবাসী ফোরামের পুলিশ কল্যাণ তহবিল থেকে দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ জন বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া নির্বাচন কমিশনের ৫১ কর্মকর্তাকে বদলি গেটে হাঁটুপানি, ভোগান্তিতে রোগী-স্বজনরা জিয়ার অনুকম্পায় রাজনীতি করে এখন তার পুত্রকে টার্গেট করছেÑ রিজভী চাঁদাবাজির অভিযোগে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার পঞ্চবেকি বয়া নদীর আয়রন ব্রিজ মৃত্যুফাঁদ ময়মনসিংহে মুক্তিপণ দিয়ে মিললো শিশুর লাশ ৪ লাখ টন চাল কিনবে সরকার, বেসরকারিভাবে ৫ লাখ টনের অনুমতি কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ-ডা. জাহিদ বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই : দূতাবাস ইইউ’র প্রাক-নির্বাচনী অনুসন্ধানী দল ঢাকা আসছে সেপ্টেম্বরে সংরক্ষিত আসন বিলুপ্তির সুপারিশের প্রতিবাদ মহিলা পরিষদের

হুতিরা দ্বিতীয় আরেকটি জাহাজ ‘ডুবিয়ে দিয়েছে’

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০৭:৩৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ০৭:৩৮:২২ অপরাহ্ন
হুতিরা দ্বিতীয় আরেকটি জাহাজ ‘ডুবিয়ে দিয়েছে’
আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের ক্ষমতাসীন হুতিদের সামরিক বাহিনী লোহিত সাগরে টিউটরনামের দ্বিতীয় আরেকটি জাহাজ ডুবিয়ে দিয়েছে, এমন ধারণা করা হচ্ছে বলে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছেএর আগে ইউকেএমটিও, হুতি ও অন্যান্য মাধ্যমগুলো জানিয়েছিল, গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী টিউটর ১২ জুন ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি দূরনিয়ন্ত্রিত নৌকার আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ও জাহাজটিতে পানি উঠতে শুরু করেএক সতর্ক বার্তায় ইউকেএমটিও বলেছে, “সামরিক কর্তৃপক্ষ (টিউটরের) শেষ কথিত অবস্থানে সামুদ্রিক আবর্জনা ও তেল দেখতে পেয়েছেএ বিষয়ে টিউটর জাহাজের ব্যবস্থাপকের মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে তার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নিহামলার পর থেকে টিউটরের এক ক্রু নিখোঁজ রয়েছেনতিনি জাহাজটির ইঞ্জিন রুমে কাজ করতেন বলে ধারণাইরান সমর্থিত হুতিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর অঞ্চলে ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত অথবা গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়া দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছেহুতিদের হামলায় ডুবে যাওয়া প্রথম জাহাজটি ছিল যুক্তরাজ্যের মালিকানাধীন রুবিমারহুতিদের ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রায় দুই সপ্তাহ পর ২ মার্চ জাহাজটি ডুবে যায়টিউটরের সম্ভাব্য ডুবে যাওয়ার বিষয়ে ইউকেএমটিও-র প্রতিবেদনটি এল লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিকে হুতিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার এক সপ্তাহ পরওই একই সময় হুতিরা পালাউয়ের পতাকাবাহী কাঠের নির্মাণ সামগ্রি দিয়ে ভরা জাহাজ ভারবেনায়ও হামলা চালিয়েছিলহামলার সময় ভারবেনায় আগুন ধরে যায়এর নাবিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে জাহাজটি ছেড়ে চলে যানতারপর থেকে ভারবেনা পরিত্যাক্ত অবস্থায় এডেন উপসাগরে ভেসে চলছে, এটিও ডুবে যেতে পারেগত বছরের নভেম্বর থেকে হুতিরা এ পর্যন্ত অন্তত একটি জাহাজ জব্দ করেছে আর তাদের পৃথক হামলায় তিন নাবিক নিহত হয়েছেনহুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে জাহাজ কোম্পানিগুলো সুয়েজ খালের রুট এড়িয়ে আরও অনেক দূর দিয়ে আফ্রিকা ঘুরে গন্তব্যে মালামালবাহী জাহাজ পাঠাচ্ছেএতে মালামাল আনা-নেওয়ায় সময় বেশি লাগার পাশাপাশি খরচও অনেক বেড়ে গেছেসোমবার মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের হোদেইদাহ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির লোহিত সাগরীয় উপকূলের সালিফ বন্দরের নিকটবর্তী কামারান দ্বীপের বিমান হামলা চালিয়েছেরোববার হুতিরা জানিয়েছিল, তারা একটি মার্কিন যুদ্ধজাহাজসহ আরও দুটি বেসামরিক জাহাজে হামলা চালিয়েছেহুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, মার্কিন ডেস্ট্রয়ারটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারাএসব হামলার জবাবেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য