ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিএসএফ মহাপরিচালকের ব্যাখ্যায় দ্বিমত বিজিবির ডিজির ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন মৎস্য ভবনের সামনে সড়ক অবরোধ প্রকৌশল শিক্ষার্থীদের শিশু ধর্ষণ আশঙ্কাজনক বৃদ্ধিতে গভীর উদ্বেগ সিলেটে পুকুর থেকে সাদাপাথর উদ্ধার ভোলাগঞ্জের পাথর লুট করে ১৫০০-২০০০ ব্যক্তি বাংলাভাষী লোকজনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশছাড়া করতে দেব না- মমতা রোডম্যাপকে স্বাগত জানাই-জোনায়েদ সাকি ইসির রোডম্যাপে খুশি বিএনপি-মির্জা ফখরুল ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না

পর্তুগালের নাটকীয় জয়

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০৭:১৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ০৭:১৯:৫৭ অপরাহ্ন
পর্তুগালের নাটকীয় জয়
স্পোর্টস ডেস্ক
ম্যাচের অধিকাংশ সময় চেক প্রজাতন্ত্রের সীমানায় গিয়ে দাপট দেখিয়েছে পর্তুগালআক্রমণও কম হয়নিদলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো একাই মিস করেছেন প্রায় হাফ ডজনের মতো গোলের সুযোগসেই সুযোগে চেক প্রজাতন্ত্র খেলার ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায়তবে পর্তুগাল সমতায় ফিরতে সময় নেয়নিম্যাচ যখন ড্রয়ের পথে যাচ্ছিলো ঠিক সেসময় বদলি ফ্রান্সিসকো কনসেইকাও হয়ে যান দলের ত্রাতাতাতে করে ইউরো চ্যাম্পিয়নশিপে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে উচ্ছাসে মেতেছে ইউসেবিও-ফিগোর অনুসারিরাইউরো চ্যাম্পিয়নশিপে এফ গ্রুপে প্রথম ম্যাচেই লাইপজিগে দারুণ এক কীর্তি গড়েছেন পেপেইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখন এই পর্তুগিজ ডিফেন্ডারবৃষ্টিসিক্ত ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নামা পেপের বয়স ৪১ বছর ১১৩ দিনভেঙেছেন হাঙ্গেরির গ্যাবর কিরাইয়ের ৪০ বছর ৮৬ দিন বয়সে খেলার রেকর্ডটিরেকর্ড ভাঙার দিনে কিনা পর্তুগালকে ম্যাচ জিততে বেশ কষ্ট করতে হয়েছে৭৫ ভাগ বল দখলে রেখে একের পর এক আক্রমণ গড়েও গোল আসছিল নাকোনো সময় রোনালদোদের ব্যর্থতায় আবার চেক প্রজাতন্ত্রের গোলকিপারও দারুণ সেভ করেছেনম্যাচের ৮ মিনিটে পর্তুগাল সুযোগ পায়সতীর্থের ক্রসে রোনালদো লাফিয়ে উঠে হেড করেছিলেন, তবে দুর্ভাগ্য, বল চলে যায় পোস্টের বাইরে২৬ মিনিটে সতীর্থ ক্রসে রাফায়েল লিও পা ছোঁয়াতে পারেনি৬ মিনিট পর সতীর্থের ডিফেন্স চেরা পাস থেকে বক্সের ভেতরে রোনালদো চলতি বলে পা চালিয়ে দেন, তবে তা গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হলে গোল পাওয়া হয়নিএকটু পর রোনালদোর ব্যাক পাস থেকে ভিতিনহার শট পোস্টের বাইরে দিয়ে যায়৪৫ মিনিটে ক্যান্সেলোর পাসে রোনালদোর জোরালো শট গোলকিপার প্রতিহত করলে বিষণ্ন মনে ড্রেসিংরুমে যেতে হয়েছে পুরো দলকেবিরতির পরও পর্তুগালের দাপট চলতে থাকেতবে ঠিকানা খুঁজে পেতে কম কষ্ট করতে হয়নিবরং চেক প্রজাতন্ত্র সুযোগ পেয়ে আগে গোল করে লিডও নেয়৫৮ মিনিটে রোনালদোর নেওয়া ফ্রি-কিক জায়গা থেকে একটু সরে এসে গোলকিপার দ্বিতীয় প্রচেষ্টায় তালুবন্দি করেন৬২ মিনিটে খেলার ধারার বিপরীতে চেক প্রজাতন্ত্র এগিয়ে যায়কর্নার থেকে বল ঘুরে আসা বল পেয়ে পাস বাড়িয়েছিলেন ভøাদিমির কোফল, বক্সের বাইরে থেকে লুকাস প্রোভড ডান পায়ের জোরালো শটে জাল কাঁপানগোলকিপার বলের লাইনে ঝাঁপালেও নাগাল পাননিতাদের এগিয়ে যাওয়া বেশিক্ষণ স্থায়ী হয়নি৬৯ মিনিটে পর্তুগাল সমতায় ফেরে, আত্মঘাতী গোলে৬ গজের প্রান্ত থেকে নুনো মেন্ডেসের হেড গোলকিপার ঝাঁপিয়ে পড়ে ঠিকমতো প্রতিহত করতে পারেননি, সামনে থাকা নিজেদেরই খেলোয়াড় রবিন হেরানাকের পায়ে লেগে জড়িয়ে যায় জালেজিততে তখন মরিয়া পর্তুগাল৭৮ মিনিটে রোনালদোর পাসে ভিতিনহার জোরালো শট স্টানেক সেভ করেন৮৭ মিনিটে বল জালে জড়ালেও ভার (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) দেখে তা বাতিল হলে সমর্থকরা হতাশ হয়রোনালদো নিজেই ছিলেন অফসাইড পজিশনে! তবে যোগ করা সময়ে পর্তুগালের সমর্থকদের হাসিভিতিনহার জায়গায় নেমে ফ্রান্সিসকো কনসেইকাও পোস্টের সামনে থেকে গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেনউৎসব তখন থেকেই শুরুদিনের অন্য ম্যাচে ডর্টমুন্ডে এফ গ্রুপে তুরস্ক ৩-১ গোলে হারিয়েছে প্রথম খেলতে আসা জর্জিয়াকেএ নিয়ে ৬ বার ইউরোতে খেলতে আসা তুরস্ক প্রথম জয় দেখলো
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য