স্পোর্টস ডেস্ক
প্রথমবার ইউরোর মঞ্চে খেলতে নেমেই আরদা গুলের নায়ক বনে গেলেন। জর্জিয়ার বিপক্ষে তার দল তুরস্ক যখন ১-১ সমতায় তখনই ত্রাতা হয়ে হলেন ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। বক্সের বাইরে থেকে দূর্দান্ত গোল করে দলকে নিলেন এগিয়ে। শেষে তার দল আরেকটি গোল পেলে তুরস্ক ম্যাচ জিতে নিয়েছে ৩-১ গোলে। ইউরোর অভিষেকেই গোল করে জানালেন, এমন গোলের জন্যই স্বপ্ন দেখে আসছিলেন তিনি। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউরোয় অভিষেকে গোলের কীর্তি গড়লেন গুলের, ১৯ বছর ১১৪ দিন। ভেঙে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড। ২০০৪ সালে মহাদেশীয় টুর্নামেন্টটিতে অভিষেকে গ্রিসের বিপক্ষে গোলের সময় তখনকার রোনালদোর বয়স ছিল ১৯ বছর ১২৮ দিন। ম্যাচের ৬৫ মিনিটে এই গোলটি করেন গুলের। সতীর্থের বাড়ানো বল বক্সের বাইরে পেয়ে যান তিনি। ২৫ গজ দূর থেকে জর্জিয়ার দুইজন ডিফেন্ডারের ফাঁক গলে বুলেট গতির শটে দূরের পোস্টে জাল খুঁজে নেন এই তরুণ। ক্লাব ফুটবলেও রিয়াল মাদ্রিদের জার্সিতে দারুণ সময় কেটেছে গুলেরের। চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে থাকায় খুব বেশি ম্যাচ খেলা হয়নি তার। এরপরও ১২ ম্যাচে লস ব্লাংকোদের হয়ে গোল করেন ছয়টি। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল, অষ্টম ম্যাচে। তবে ইউরোর মঞ্চে গোল পাওয়ায় বাড়তি উচ্ছ্বাস আছে গুলেরের। ম্যাচের পর তাই বলেছেন,'আমি রোমাঞ্চিত। কেমন অনুভূতি হচ্ছে তা কোনো শব্দ দিয়েই প্রকাশ করতে পারব না। এই গোলের জন্য স্বপ্ন দেখে আসছিলাম। যে অসাধারণ ভালোবাসা আমি পাচ্ছি, তার প্রতিদান দেওয়ার জন্য বাড়তি কঠোর পরিশ্রম করছি।' দুরপাল্লার শটে গোল পেতে বাড়তি অনুশীলন করেছেন জানালেন গুলের,'সম্প্রতি ট্রেনিং সেশনের শেষ দিকে আমি এই বিশেষ শটের অনুশীলন করেছি। এভাবে গোল করতে পেরে আমি খুবই খুশি। (রিয়াল মাদ্রিদ কোচ) কার্লো আনচেলোত্তি ম্যাচের আগে আমাকে বার্তা পাঠিয়েছিলেন এবং আমার জন্য শুভকামনা জানিয়েছিলেন।'
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
