ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

প্রস্তাবিত সাইবার আইন মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার : টিআইবি

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৪ ০৫:৫২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৪ ০৫:৫২:১১ অপরাহ্ন
প্রস্তাবিত সাইবার আইন মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার : টিআইবি
প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা, ২০২৪ মতপ্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সাইবার নিরাপত্তায় তৈরি খসড়া বিধিমালায় অনেক অসংগতি রয়েছেআইনে ফাঁক থাকলে বিধিমালা ভালো হতে পারে নাতিনি বলেন, প্রথমে সাইবার নিরাপত্তা আইনে বিদ্যমান ত্রুটিগুলো সংশোধন করতে হবেএরপর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিধিমালাকে ঢেলে সাজাতে হবেগতকাল বৃহস্পতিবার রাজধানীর মাইডাস সেন্টারে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা ২০২৪: পর্যালোচনা ও সুপারিশশীর্ষক সংবাদ সম্মেলন এসব কথা বলেন ইফতেখারুজ্জামানবিধিমালাটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে, এমন প্রতিফলন খসড়ায় দেখা যাচ্ছে না উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সাইবার নিরাপত্তা আইনটি মূলত ডিজিটাল নিরাপত্তা আইনেরই পরিবর্তিত মোড়ক এবং সমভাবে নিবর্তনমূলকতথ্য প্রযুক্তিনির্ভর মাধ্যমে তথ্য ও মত-প্রকাশের যে অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে, তা নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার হিসেবেই ডিএসএর অবিকল সিএসএ প্রণীত হয়েছেপ্রযুক্তি ব্যবহার করে মতপ্রকাশের যে সুযোগ প্রসারিত হয়েছে, (এই আইন দিয়ে) তা নিয়ন্ত্রণ করার উদ্যোগ হিসেবে দেখতে পাচ্ছিতিনি বলেন, আইনে প্রচুর পরিমাণ অস্পষ্টতা আছেএতে জনগণের স্বাধীনতা আরও ব্যাপক হারে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছেখসড়া বিধিমালা তৈরিতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে, এমন প্রতিফলন দেখা যায়নিসাইবার নিরাপত্তা বাস্তবায়ন কর্তৃপক্ষের সঙ্গে দেশ ও দেশের বাইরে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবেএ বিষয়ে আইনে কোনো নির্দেশনা নেইএই বিধিমালা প্রস্তুত করার আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেওয়া প্রয়োজনঅন্যথায় এই আইন প্রতিষ্ঠায় ব্যর্থতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি থাকবেটিআইবি জানায়, সাইবার নিরাপত্তা রক্ষায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠনের উদ্যোগ যথাযথতবে এতে যে নিয়োগ প্রক্রিয়া আছে, তাতে দক্ষ জনবলের অভাব ও সমন্বয়হীনতা দেখা দেবেফলে জনগণের করের অর্থ ব্যয় ছাড়া মাথাভারীএই প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে নাআবার ডিজিটাল ফরেন্সিক ল্যাবে দক্ষ জনবল না থাকলে মানসম্মত প্রতিবেদন পাওয়া যাবে না, ফলে আদালত থেকে তা গ্রহণযোগ্যতা হারাবেফলশ্রুতিতে বাড়বে মামলা-জটসাইবার আক্রমণগুলো সাধারণত দেশের বাইরে থেকে করা হয়বাইরের দেশগুলোর সঙ্গে এ নিয়ে কীভাবে কাজ করা হবে, কীভাবে অপরাধীদের শাস্তির আওতায় আনা যাবে, তা নিয়েও কোনো আইন নেইএ ছাড়াও বিধিমালায় আইনের সঙ্গে অনেক অসংগতি, বাংলা শব্দচয়ন ও বানান রীতিতে অনেক ভুল পরিলক্ষিত হয়েছেএসব সমস্যা সমাধানে সংবাদ সম্মেলনের মাধ্যমে টিআইবি সরকারের কাছে একগুচ্ছ প্রস্তাবনা জানিয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স