ঢাকা , বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ , ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি টাইব্রেকারে গ্রিমসবির কাছে হেরে বিদায় নিলো ম্যানইউ নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা ‘মুসলিম হওয়ার কারণে অনেকে আমাকে টার্গেট করেন’ ভারতের ২৬ বিশ্বকাপ জেতার সুযোগ দেখছেন না শ্রীকান্ত নতুন ক্যাটাগোরিতে বেতন কত কমল বাবর-রিজওয়ানের? বড় ব্যবধানে হারলো সাকিবের ত্রিনবাগো নাইট রাইডার্স বাংলাদেশকে হারানো সহজ হবে না: স্কট এডওয়ার্ডস রাকসু নির্বাচনের তফসিল ৩য় বারের মতো পুনর্বিন্যস্ত পিছিয়েছে ভোট জকসু নির্বাচনে বয়সসীমা থাকছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে-মির্জা ফখরুল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়-বুয়েট ভিসি প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি ডেঙ্গু চিকুনগুনিয়া এবং ইনফ্লুয়েঞ্জায় কাবু মানুষ হিজাব বিতর্কে শিক্ষক বরখাস্ত উত্তাল ভিকারুননিসা আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ডাকসু নির্বাচনে প্রচারণায় উৎসবমুখর ঢাবি ক্যাম্পাস প্রকৌশল শিক্ষার্থীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
-সাংবাদিক নেতৃবৃন্দ

বিচারহীনতার কারণে বারবার সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে

  • আপলোড সময় : ২৭-০২-২০২৪ ০৪:০৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৪ ০৪:০৪:১৬ অপরাহ্ন
বিচারহীনতার কারণে বারবার সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে
দেশে সাংবাদিক নির্যাতনের অতীত ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হয়নি। এমনকি সাংবাদিক হত্যাকাণ্ডেরও বিচার পাওয়া যায়নি। বিচারহীনতার জন্যই বারবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক খন্দকার হাফিজুর রহমান বিপ্লবের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ বলেন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার চেয়ে আমরা কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এরপরও বিচার হয়না। বিচারহীনতার জন্যই বারবার সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ বলেন, সাংবাদিক খন্দকার হাফিজুর রহমান বিপ্লবের ওপর যে হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। যতক্ষণ পর্যন্ত হামলাকারীর শাস্তি না হবে, ততক্ষণ কেউ আমাদের কণ্ঠ রোধ করতে পারবে না। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, আমরা ১৪ দিনের আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে হামলাকারী রাশেদুল হাসানকে গ্রেফতার করা না হলে রাস্তা অবরোধ করে আন্দোলন করবো। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতাব ধ্রুব বলেন, বিপ্লব একা নয়, তার সঙ্গে পুরো সাংবাদিক সমাজ আছে।
সাংবাদিক নেতা এম শাহজাহান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাফর, মীর আফরোজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স