রামু (কক্সবাজার) প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট( পিটিআই) অডিটোরিয়াম আইস ফ্যাক্টরি রোডে, তোফায়েল ইসলাম বিভাগীয় কমিশনের নেতৃত্বে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন (পুরুষ) ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা এ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষ করে গাড়িযোগে নাইক্ষ্যংছড়িতে ফেরার পথে রামু চা বাগান থেকে তদের ভক্ত নেতাকর্মী সমর্থকরা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের মোটরসাইকেলের শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে নাইক্ষ্যংনছড়িতে নিয়ে আসেন। এ সময় খোলা জীপ থেকে নবনির্বাচিত চেয়ারম্যার অধ্যাপক তোফাইল আহমদ সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata