পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের অপসারণ, গ্রেফতার ও বিচারের দাবিতে এবার পুলিশ সদর দফতর ঘেরাও করে বিক্ষোভ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তারা কেন্দ্রিয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে গুলিস্তানে পুলিশ সদর দফতরের সামনে যান।
এ সময় পুলিশ সদর দফতরের সামনের সড়কের দুই পাশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় বাহিনীটির সদস্যরা। তখন সেখানে তুমুল উত্তেজনা দেখা দেয়। এরপর কোনো কর্মসূচি ঘোষণা ছাড়াই বিকাল সোয়া ৪টার দিকে তারা সেখান থেকে চলে যান।
বিক্ষোভকারীরা জানান, বিএনপি নেতা নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু হত্যাকাণ্ডে বর্তমান আইজিপি বাহারুল আলমের সংশ্লিষ্টতা রয়েছে। তাই তাকে অপসারণ, গ্রেপ্তার ও বিচার করতে হবে।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তারা কেন্দ্রিয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে পুলিশ সদর দফতরের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ৪৫ মিনিট সেখানে অবস্থানের পর বিকাল সোয়া ৪টায় সেখান থেকে চলে যান। এর আগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় শহীদ পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
সম্প্রতি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম আসে। এরপর থেকেই পিন্টু হত্যার বিচার চেয়ে আইজিপিকে অপসারণ ও শাস্তির দাবি করে আসছে তার পরিবার ও শহীদ পিন্টু স্মৃতি সংসদ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
আইজিপিকে অপসারণের দাবিতে এবার পুলিশ সদর দফতর ঘেরাও
- আপলোড সময় : ১২-১২-২০২৫ ১২:২২:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-১২-২০২৫ ১২:২২:৪৬ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার