ঈদের আগে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার মানুষ। বাস, ট্রেন, লঞ্চ-সবখানেই ঘরমুখো মানুষের ভিড়। বেশিসংখ্যক মানুষ ঢাকা ছেড়েছে। সরকারি ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে কেউ কেউ আগেভাগেই ঢাকা ছাড়ছেন। অনেকে গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবসে অফিসে হাজিরা হয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আজ রাজধানীর গার্মেন্টস ঈদের ছুটি হবে। এতে করে আজ শুক্রবার বিকেল থেকেই বাস, ট্রেন, লঞ্চে অনেক ভিড় হবে। গত ঈদুল ফিতরের মতো এবারের ঈদযাত্রাও অনেকটা স্বস্তিদায়ক। ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে কিছুটা যানজট, ধীরগতি থাকলেও দূরের যাত্রায় দুর্ভোগ নেই। তবে রাজধানীর মহাখালী, গাবতলি, কল্যাণপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর ও গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনালকেন্দ্রিক সড়কগুলোতে বেশ ভিড় দেখা গেছে। ঈদ?কে কেন্দ্র ক?রে ঢাকা-টাঙ্গাইল মহাসড়?কে যানবাহনের চাপ দেখা যায়নি। কিছু স্থানে ধীরগতিতে গাড়ি চললেও নেই আগের মতো চিরচেনা যানজট। এই হাইওয়ে ধরে উত্তরাঞ্চলের ঈদযাত্রা নির্ঝঞ্জাট হবে বলে আশা করছে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে জেলার সবগুলো রুটও স্বাভাবিক থাকায় এবার যানজট ও দুর্ভোগের আশঙ্কা অনেকটাই কম। দুইদিন ধরে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকলেও গাড়ির গতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় স্বজন-প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কমলাপুর রেলস্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। গতকাল বৃহস্পতিবার ঈদযাত্রার দ্বিতীয় দিনে গত বুধবারের থেকে ভিড় বাড়লেও নেই যাত্রীদের ভোগান্তি। টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার দিনের শুরু থেকেই সময় মতো কমলাপরের ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে ট্রেন। এতে স্বস্তি প্রকাশ করে যাত্রীরা। গত বুধবার ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন শুরু হয় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে।
অন্যদিকে কর্তৃপক্ষ বলছে, গত বুধবার কিছু বিলম্ব হলেও গতকাল বৃহস্পতিবার সব ট্রেন চলে যথারীতি, সময় মতো। গতকাল সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত আন্তঃনগর ও কমিউটার মিলে ১২টি ট্রেন স্টেশন ছেড়ে যায়। আরও পাঁচটি ট্রেন প্ল্যাটফর্মে অপেক্ষমাণ। লোকাল, কমিউটার ও আন্তঃনগর মিলে মোট ৬৯ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। সময়মতো ট্রেন ছাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। তারা জানান, দিনের শুরুর মতোই যেন বাকি ট্রেন যথাসময়ে স্টেশন ছেড়ে যায়।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার দৈনিক জনতাকে বলেন, কোনো ট্রেনে শিডিউল বিপর্যয় হবে না। আমরা সার্বক্ষণিক কাজ করছি। গত বুধবার ঈদযাত্রার প্রথম দিনে পারাবতের কারণে কিছুটা বিলম্ব হয়েছে কয়েকটি ট্রেনের। গতকাল বৃহস্পতিবার সমাধান হয়েছে। সকাল সোয়া ৮টা পর্যন্ত ১২টি ট্রেন যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।
অপরদিকে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সব বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড়। যাত্রীদের অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাটছেন টিকিট। অনেকে আগেই টিকিট নিয়ে গাড়িতে ওঠার অপেক্ষায়। তবে যাত্রীদের অভিযোগ, ঈদকে সামনে রেখে টিকিটের দাম বাড়ানো হয়েছে। এতে ভোগান্তি বেড়ে যায়, অভিযোগ যাত্রীদের। তবে কাউন্টার কর্তৃপক্ষের সাফাই, বাসের টিকিটের দাম বাড়ানো হয়নি। নির্ধারিত সময়ে বাস নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে।
বগুড়া রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আশা করছি এবারের ঈদযাত্রা নির্ঝঞ্জাট হবে। আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে ড্রোন ক্যামেরা দিয়ে মহাসড়ক মনিটর করা হবে। এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩ হাজার ৮৩৪টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৫০ টাকা।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে র্যাব। ঈদযাত্রা নিরাপদ করতে প্রতিটি স্টেশনে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। মোবাইল ট্র্যাকিং চালু রাখা হয়েছে। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে আমাদের টিম কাজ করছে। টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে। এ বছরের পর এগুলো (কালোবাজারি) আর থাকবে না। এ বছর দূরপাল্লার (আন্তঃনগর) ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। এছাড়া যাত্রার দিন ২৫ ভাগ আসনবিহীন টিকিট বিক্রি চলছে। যেকোনো ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে তিনি বলেন,যাত্রীদের অনুরোধ করবো আপনাদের কোনো অভিযোগ থাকলে জানান, র্যাব আপনার পাশেই আছে। যাত্রীদের হয়রানি বিশেষ করে নারী হয়রানি, বিভিন্ন অজ্ঞানপার্টি, মলম পার্টির বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি। ঝুঁকি কমাতে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে আরাফাত ইসলাম বলেন, অপরিচিত মানুষের সঙ্গে অযথা কথা বলা বা সম্পর্ক গড়ে তুলবেন না। যাত্রাপথে কারও কাছ থেকে খাবার গ্রহণ করা থেকেও বিরত থাকতে হবে। মহাসড়কে তিন চাকার যানবাহনগুলো এড়িয়ে চলার পরামর্শও দেন এই কর্মকর্তা।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকতে হবে। ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশ বিভাগও সতর্ক থাকবে। সর্বোচ্চ নিরাপত্তায় নিশ্চিত করতে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় কোরবানির পশুর গাড়ি নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুর গাড়ি আটকানো যাবে না। বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে আসা ব্যাপারিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাটে কোনো হয়রানি হলে হটলাইনে ফোন দেয়ার পরামর্শ দিয়ে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন রয়েছে। সমস্যা মনে হলেই আইনশৃঙ্খলা বাহিনী হেল্প করবে। কোরবানির পশুর হাটে কোনো ধরনের হয়রানির ঘটনা ঘটলেই পুলিশের হটলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারবেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।
ঈদযাত্রা প্রসঙ্গে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মেয়াদোত্তীর্ণ গাড়ি চালানো যাবে না। বেপরোয়া গতিতে গাড়ি চালানো যাবে না। বিশেষ করে মহাসড়কে তিন চাকার কোনো যানবাহন চলাচল করতে পারবে না। দূরপাল্লার পরিবহনগুলোকে শৃঙ্খলার সঙ্গে চলতে হবে। ঈদ যাত্রা নিরাপদ করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
![](https://dainikjanata.net/public/ads/65fd544197946.png)
আজ থেকে বাস, ট্রেন ও লঞ্চে অনেক ভিড় হবে ॥ ফাঁকা হচ্ছে ঢাকা শহর
নাড়ির টানে ঘরমুখী মানুষ
- আপলোড সময় : ১৪-০৬-২০২৪ ০১:৫২:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-০৬-২০২৪ ০১:৫২:২২ অপরাহ্ন
![নাড়ির টানে ঘরমুখী মানুষ নাড়ির টানে ঘরমুখী মানুষ](https://dainikjanata.net/public/postimages/666bf6b66ac6b.jpg)
![](https://dainikjanata.net/public/ads/65fd544197946.png)
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ