ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নড়াইলে সৌদি প্রবাসী হত্যা হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম প্রেস সচিবের মন্তব্যকে ‘অযাচিত’ বলছে ভারত রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা অনৈক্যের সুর রাজনীতিতে বাড়ছে অবিশ্বাস দলিতদের পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ- আনু মুহাম্মদ মালয়েশিয়ায় অভিযানে ১৬৫ বাংলাদেশি আটক জাবির থিসিসের ফলাফল বিপর্যয়ের অভিযোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি চীনের অর্থায়নে পঞ্চগড়ে হাসপাতাল নির্মাণের দাবি যশোরে আগুনে পুড়লো ফার্মের ৪৪ হাজার মুরগি ঈদের পর থেকে বাজারে সবজির দাম বাড়তি চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল কেনেন মা! মানহীন কিন্ডারগার্টেনে ধ্বংস শিশুর ভবিষ্যৎ টিসিবির জন্য কেনা হবে ৫৪২ কোটি টাকার তেল সৌদি আরব-মরক্কো থেকে ৪৬৬ কোটি টাকার সার কিনবে সরকার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৫ জন দুদকের হাতে গ্রেফতার টিপাইমুখ বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ইলিয়াস আলী গুম হন- রিজভী কনটেইনারবাহী জাহাজ চলবে দুই বন্দরে

ঈদের আগে শেষদিনে ব্যাংকে গ্রাহকের ভিড় টাকা তোলার হিড়িক

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৪ ০১:৪২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৪ ০১:৪২:৫১ অপরাহ্ন
ঈদের আগে শেষদিনে ব্যাংকে গ্রাহকের ভিড় টাকা তোলার হিড়িক
আগামী সোমবার মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবেতাই ঈদের আগে আজই শেষ কর্মদিবসএরপর টানা পাঁচদিনের ছুটিকোরবানির ঈদকে কেন্দ্র করে ব্যাংকগুলোতে গ্রাহকের ভিড় ও টাকা তোলার চাপ বেড়েছেপ্রতিটি শাখায় দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন গ্রাহকনগদ টাকা উত্তোলনের চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকর্তারাগতকাল বৃহস্পতিবার রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল ও দিলকুশা, দৈনিক বাংলা, পল্টনসহ বিভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলো ঘুরে  দেখা গেছে এমন চিত্র
দেখা যায়, সকাল থেকেই ব্যাংকের শাখাগুলোর ক্যাশ ও জমা কাউন্টারের সামনে গ্রাহকের লম্বা লাইননতুন টাকা নেয়ার পাশাপাশি বিভিন্ন চালানপত্র, ডিপোজিটসহ বিভিন্ন সেবার বিল জমা দেওয়ার লাইনও লক্ষ্য করা গেছেএদিকে অতিরিক্ত গ্রাহকের চাপে ব্যাংকের ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ চাপ সামলাতে হচ্ছে
গতকাল বৃহস্পতিবার দুপুরে মতিঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসে গিয়ে দেখা যায় গ্রাহকের ব্যাপক ভিড়দীর্ঘ লাইনে টাকা উত্তোলনের জন্য গ্রাহক দাঁড়িয়ে আছেনঅনেকে লাইনে অপেক্ষা করছেন নতুন টাকার জন্যএ বিষয়ে জানতে চাইলে মতিঝিল সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার মো. শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঈদের আগে শেষ কর্মদিবসে সবসময় ভিড় হয়মানুষজন ঈদ উদযাপন করতে গ্রামে যাবে কোরবানির পশু কিনবে তাই টাকা উঠাচ্ছেনআবার কারখানা ও শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ভাতা দিতেও নগদ অর্থ তুলছেনস্বাভাবিক দিনের সঙ্গে তুলনা করলে লেনদেনের পরিমাণ কেমন ও নগদ টাকার সংকট আছে কি না জানতে চাইলে রাষ্ট্রায়ত্ব ব্যাংকটির এ কর্মকর্তা বলেন, এ সপ্তাহে অন্যান্য সময়ের তুলনায় ৩০ শতাংশ লেনদেন বেড়েছেএখানে জমার চেয়ে উত্তোলনের পরিমাণই বেশিতবে নগদ টাকার সংকট নেই; গ্রাহকের চাহিদা মতো টাকা দেওয়া হচ্ছে এছাড়া এটিএম বুথে পর্যাপ্ত টাকার টাকার ব্যবস্থা নেওয়া হয়েছেগ্রাহক বুথ থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন বলে জানান লোকাল অফিসের এ জেনারেল ম্যানেজারটাকা উত্তোলনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা আল আমিন জানান, আজকে শেষ দিন তাই ভিড় বেশিদুপুর ১২টার দিকে ব্যাংকে এসেছিটাকা উঠাতে ঘণ্টার বেশি মতো সময় লেগে গেলোডাচ-বাংলা ব্যাংকের মতিঝিল শাখায় গিয়েও দেখা যায় গ্রাহকের অনেক ভিড় রয়েছেশাখাটির ক্যাশ কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ঈদের আগে আজ শেষ দিন অফিসতৈরি পোশাকসহ সব ধরনের কল-কারখানা আজ বন্ধ হয়ে যাবেমানুষ ঈদ করতে বাড়ি যাবেতাই আজ সকাল থেকেই গ্রাহকের অনেক চাপসাধারণ দিনের চেয়ে তিন চারগুণ বেশি লেনদেন হচ্ছে
শুক্র-শনিবার সপ্তাহিক ও রোববার ঈদের বন্ধসহ ১৪, ১৫ ও ১৬ জুন টানা তিনদিন ঈদের ছুটিএসময় বন্ধ থাকবে ব্যাংকতবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় সীমিত পরিসরে শিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখতে বলা হয়েছেওই তিনদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে নির্ধারিত সময়েপবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানী ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এবং নাটোরের সিংড়া পশুর হাটের সংলগ্ন ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকএকই সঙ্গে এসব শাখার ব্যাংকিং কার্যক্রম রাত ১০টা পর্যন্ত পরিচালনা করতে বলা হয়েছেকোরবানির পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স