ঢাকা , বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ , ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলে ভারতে বন্দি চার মাসে ভারত থেকে এসেছে ১৮ হাজার মেট্রিক টন চাল গণপরিবহনে যাত্রাপথে নারীদের নীরব যুদ্ধ রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে ইরানি নির্মাতার কারাদণ্ড নাতনিকে বিয়ে দিতে অনিচ্ছুক জয়া বচ্চন এবার প্রভাসের বিপরীতে দেখা যাবে কাজলকে মেয়েকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন সিদ্ধার্থ এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘নিশি’ কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের শারীরিক অবস্থার উন্নতি বাবা হলেন সংগীতশিল্পী ইমরান কুকুরছানা হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানালেন জয়া বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বিদ্যুৎ প্রকিউরমেন্টের নতুন উদ্যোগ-জ¦ালানি উপদেষ্টা রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১৫৩৩ মামলা দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু ডিসেম্বরে মাঝামাঝি শৈত্যপ্রবাহের আভাস ভারতের স্বার্থে পিলখানা হত্যাকাণ্ড ঘটান শেখ হাসিনা-মেজর শাকিল পুত্র রাজশাহীর বিমানবন্দরে ঝুঁকি মোকাবিলায় যৌথ নিরাপত্তা মহড়া

বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৫:০৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৫:০৯:৫১ অপরাহ্ন
বিএনপিতে যোগ দিলেন ড. রেজা কিবরিয়া
বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। গতকাল সোমবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তিনি। রেজা কিবরিয়ার যোগাদানকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সন্তান যিনি তার নিজের যোগ্যতা বলে আইএমএফ’র অত্যন্ত উচ্চ পদে কাজ করেছেন এবং পরবর্তী সময়ে দেশে এসে ২০১৮ সালে তিনি গণফোরাম থেকে আমাদের নির্বাচনি জোটের মনোনয়ন নিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন। পরবর্তী সময় আপনারা দেখেছেন, তিনি রাজনীতির সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ড. রেজা কিবরিয়া আমাদের দলে যোগ দিয়েছেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। ২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে (বাহুবল-নবীনগর) ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন ড. রেজা কিবরিয়া তার অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশকে নতুন বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অবদান রাখবেন। বিএনপিতে যোগদানের জন্য রেজা কিবরিয়াকেও ফুল দেন মির্জা ফখরুল। প্রতিক্রিয়া ব্যক্ত করে ড. রেজা কিবরিয়া বলেন, আজ (গতকাল সোমবার) আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম। এ জন্য আমি খুবই গর্বিত। কারণ এই দলের ইতিহাসটা গণতন্ত্রের ইতিহাস। দুই দুইবার তারা গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস থেকে জিয়াউর রহমান রক্ষা করলেন। আর দ্বিতীয় বার শেখ হাসিনা ও এরশাদের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করেছেন বেগম খালেদা জিয়া। যিনি এখন অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন তার জন্য। তিনি আবার এটা রক্ষা করলেন। রেজা কিবরিয়া বলেন, এটা একটা ঐতিহাসিক ভূমিকা। একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এরকম কোনও উদাহরণ অন্য কোনও দেশে দেখি না। এসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং জিয়াউর রহমান আমার আদর্শ। তার সাহস, ব্যক্তিগত চরিত্র ও সততা এতো বছরপরও সবাই এখনও গর্ব করে। এমন মানুষ আর বাংলাদেশে জন্মাবে না হয়তো। ড. রেজা কিবরিয়া বলেন, বিএনপি এখন যেই নেতৃত্বে আছে এবং সিনিয়র নেতারা যারা আছেন, তারা আমাদের নতুন প্রজন্মের সব স্বপ্ন পূরণ করতে পারবেন। তাদের যে ভিশন দেশের জন্যে এটা আগের ভিশন না। অনেক কিছু বদলে গেছে। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যে রক্ত এটা কোনও কোয়ালিটির আপনারা যদি চিন্তা করেন- তার বাপ কী ছিলেন এবং মা কী আছেন এটা ইনক্রেডিবল। বাংলাদেশে আর কারও ওই কোয়ালিটির ব্ল্যাড লাইন নেই। নতুন বাংলাদেশ গড়তে আমরা সবাই তাকে সাহায্য করবো। তিনি এ মুহূর্তে বিদেশে আছেন, আমাদের মানুষের কাছে নেই একদিকে এটি দুঃখজনক। তবে আরেকদিক থেকে আমি এটাতে খুশি, তিনি বিদেশের সব কোয়ালিটি, সব প্রশাসনিক, সব জিনিসগুলি নিজে দেখছেন, শিখছেন এবং সেগুলো বাংলাদেশে আনবেন। আমি মনে করি, তার ইংল্যান্ডে থাকাও দেশের মানুষের জন্যে একটা লাভজনক জিনিস। তিনি অনেক কিছু নিয়ে আসবেন, এ দেশে যেটা আগে ছিল না। রেজা কিবরিয়া বলেন, বাংলাদেশটাকে উন্নত করতে এশিয়ার প্রথম তিন দেশের মধ্যে আনতে অসম্ভব কিছু না। আপনারা ভাবছেন, আমি কী রূপকথার মতো বলছি। এটা পরে দেখবেন। আমি ৩৫টা দেশে কাজ করেছি প্রায় ৪০ বছর। আমাদের দেশের মানুষের কোয়ালিটি ‘টপ ক্লাস’। এই মানুষগুলোকে দিয়ে একটা প্রথম সারির দেশ তৈরি করা যাবে। তিনি বলেন, বিএনপিকে এই সুযোগটা যদি ভোটাররা দেন তাহলে আপনারা দেখবেন এ দেশের জন্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কী করতে পারবে। তিনি আরও বলেন, আশা করি, আমার এলাকায় নবীগঞ্জ-বাহুবল সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনও জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়ার। আমি চাই, দেশের জন্য কাজ করতে। আমি খুব ভালো চাকরি ছেড়ে এসেছি। আইএমএফের চাকরি লাভজনক একটা চাকরি। সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশ ও জাতির জন্য কাজ করতে। এটা ছিল আমার বাবার স্বপ্ন। আশা করি, তা পূরণ করতে পারবো। যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদসহ অন্য নেতারাও বক্তব্য রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স