ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কলমবিরতির প্রভাবে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ভারতীয় গরু নিয়ে শঙ্কায় খামারিরা কোরবানির চামড়া সংগ্রহে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা সেবা দিতে হিমশিম খাচ্ছে বিআরটিএ কালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি শেরপুরে বন্যার শঙ্কা নটরডেম কলেজে দুই শিক্ষার্থীর মৃত্যু রহস্যের জট খুলছে না বৃষ্টি ও তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয় বিবেচনায়-অর্থ উপদেষ্টা জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হোক-সারজিস ১৫ বছর ধরে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার ভিত্তি নষ্ট করা হয়েছে-বাণিজ্য উপদেষ্টা সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে-ফখরুল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে মাসে সর্বনিম্ন খরচ ৪২০০ টাকা ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে-আসিফ মাহমুদ মেয়র হিসেবে ইশরাকের শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ আজ দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিরুদ্ধে শ্রমিকদের ১৮২২.৯৮ কোটি টাকা দাবি করে হাইকোর্টে আবেদন দায়ের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া সাত মাস ধরে বাসায় আটকে ধর্ষণ, গায়ক নোবেল কারাগারে

নিবন্ধন বহাল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের

  • আপলোড সময় : ১২-০৬-২০২৪ ১২:২০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৪ ১২:২০:২০ পূর্বাহ্ন
নিবন্ধন বহাল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের
বৈঠক করে নির্বাচন কমিশনকে (ইসি) নিজেদের অবস্থান পরিষ্কার করায় টিকে গেল কৃষক শ্রমিক জনতা লীগের নিবন্ধনগতকাল মঙ্গলবার দলটির প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান তুলে ধরেনএরআগে, সম্প্রতি সংসদ নির্বাচনের দলীয় ব্যয় যথাযথ সময়ে না দেওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করে ১৫ দিনের সময় বেঁধে দেয় সংস্থাটিসেই সময়ের মধ্যে জরিমানাসহ হিসাব না দিলে নিবন্ধন বাতিলের হুঁশিয়ারিও দেয় কমিশনযে কারণে দলের নেতাদের নিয়ে কাদের সিদ্দিকী ইসির সঙ্গে বৈঠক করে নিজের বক্তব্য তুলে ধরেনবৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একবার এসেছিলামবহুদিন পর আজ এসে কথা বলে অনেক খুশি হয়েছিতাদের মধ্যে অনেক ম্যাচুরিটি লক্ষ্য করছিঅভিযোগ কোনো ভাল কথা নাআমরা হিসাব দেইনিআমাদের নিবন্ধন বাতিল করা হবেদেশে অনেক কিছু হয়আমরা খরচ করিনিআমরা হিসাব দেইনিআমরা নিবন্ধিত দলযে দলের ৮০ ভাগ মুক্তিযোদ্ধাসেই দলের নিবন্ধন বাতিল করলে দেশের কতটা সুনাম হবে? নির্বাচন কমিশনের কতটা সুনাম হবে? এটা ভেবে দেখা দরকারতিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে যথেষ্ট খুশি হয়েছিনির্বাচনে যে ভুল ত্রুটি আছে, সেগুলো যদি দূর করতে পারেন, আন্তরিকভাবে যদি চেষ্টা করেন, তাহলেই যথেষ্টআমার মনে হয়েছে তাদের এই সময়ের অভিজ্ঞতায় তারা আন্তরিকভাবে চেষ্টা করবেনএক প্রশ্নের জবাবে কাদের সিদ্দকী বলেন, গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, যেটা লেখা আছে তা জানিয়ে দিয়েছি যে, আমরা কোনো খরচ করিনিআমরা স্কুলের ছাত্র না, যে আমাদের পড়ার হিসাব দিতে হবেএকটা দূরত্ব হয়তো ছিল, তারা হয়তো আমাদের লেখাটা স্পষ্ট করে বুঝতে পারে নাইঅথবা আমরা তাদের বোঝাতে পারি নাইএটা মিটে গেছেইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল এসেছিলতাদেরও একটা ভুল বুঝাবুঝি ছিলআমরা একটা ব্যয় বিবরণী চেয়েছিলামআরপিও অনুযায়ী, সংসদ নির্বাচনে দলগতভাবে যে ব্যয় হয়, তার একটা হিসাব দিতে হয়তাদের বক্তব্য হলো গত ৮ মে যে তথ্য জমা দিয়েছেন ওইটাই তাদের ব্যয় বিবরণীসেটা ব্যয় বিবরণী ফরমে দেওয়া হয়েছিল না, যে জন্য আমরা পরবর্তীতে তাদের চিঠি দিয়েছিলামএখন আলোচনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিষয়টি গ্রহণ করেছেসেটাকে ব্যয় বিবরণী হিসেবে ধরা হয়েছেনির্বাচন কমিশনে সাপোর্টিং হিসেবে ওটা ব্যয় বিবরণী হিসেবে জমা দিয়ে দেবেজরিমানা করা ভুল ছিল নাতিনি আরও বলেন, তারা বলেছেন, দলীয়ভাবে তারা কোনো ব্যয় করেন নাইব্যক্তির ব্যয় হয়েছেকমিশন এই বক্তব্য গ্রহণ করেছেতারা কোনো পোস্টার ছাপায়নি বা কোনো দলগত ব্যয় হয়নিব্যক্তির ব্যয় হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স