ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

নিবন্ধন বহাল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের

  • আপলোড সময় : ১২-০৬-২০২৪ ১২:২০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৪ ১২:২০:২০ পূর্বাহ্ন
নিবন্ধন বহাল কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের
বৈঠক করে নির্বাচন কমিশনকে (ইসি) নিজেদের অবস্থান পরিষ্কার করায় টিকে গেল কৃষক শ্রমিক জনতা লীগের নিবন্ধনগতকাল মঙ্গলবার দলটির প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান তুলে ধরেনএরআগে, সম্প্রতি সংসদ নির্বাচনের দলীয় ব্যয় যথাযথ সময়ে না দেওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করে ১৫ দিনের সময় বেঁধে দেয় সংস্থাটিসেই সময়ের মধ্যে জরিমানাসহ হিসাব না দিলে নিবন্ধন বাতিলের হুঁশিয়ারিও দেয় কমিশনযে কারণে দলের নেতাদের নিয়ে কাদের সিদ্দিকী ইসির সঙ্গে বৈঠক করে নিজের বক্তব্য তুলে ধরেনবৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একবার এসেছিলামবহুদিন পর আজ এসে কথা বলে অনেক খুশি হয়েছিতাদের মধ্যে অনেক ম্যাচুরিটি লক্ষ্য করছিঅভিযোগ কোনো ভাল কথা নাআমরা হিসাব দেইনিআমাদের নিবন্ধন বাতিল করা হবেদেশে অনেক কিছু হয়আমরা খরচ করিনিআমরা হিসাব দেইনিআমরা নিবন্ধিত দলযে দলের ৮০ ভাগ মুক্তিযোদ্ধাসেই দলের নিবন্ধন বাতিল করলে দেশের কতটা সুনাম হবে? নির্বাচন কমিশনের কতটা সুনাম হবে? এটা ভেবে দেখা দরকারতিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে যথেষ্ট খুশি হয়েছিনির্বাচনে যে ভুল ত্রুটি আছে, সেগুলো যদি দূর করতে পারেন, আন্তরিকভাবে যদি চেষ্টা করেন, তাহলেই যথেষ্টআমার মনে হয়েছে তাদের এই সময়ের অভিজ্ঞতায় তারা আন্তরিকভাবে চেষ্টা করবেনএক প্রশ্নের জবাবে কাদের সিদ্দকী বলেন, গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, যেটা লেখা আছে তা জানিয়ে দিয়েছি যে, আমরা কোনো খরচ করিনিআমরা স্কুলের ছাত্র না, যে আমাদের পড়ার হিসাব দিতে হবেএকটা দূরত্ব হয়তো ছিল, তারা হয়তো আমাদের লেখাটা স্পষ্ট করে বুঝতে পারে নাইঅথবা আমরা তাদের বোঝাতে পারি নাইএটা মিটে গেছেইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের একটি প্রতিনিধি দল এসেছিলতাদেরও একটা ভুল বুঝাবুঝি ছিলআমরা একটা ব্যয় বিবরণী চেয়েছিলামআরপিও অনুযায়ী, সংসদ নির্বাচনে দলগতভাবে যে ব্যয় হয়, তার একটা হিসাব দিতে হয়তাদের বক্তব্য হলো গত ৮ মে যে তথ্য জমা দিয়েছেন ওইটাই তাদের ব্যয় বিবরণীসেটা ব্যয় বিবরণী ফরমে দেওয়া হয়েছিল না, যে জন্য আমরা পরবর্তীতে তাদের চিঠি দিয়েছিলামএখন আলোচনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিষয়টি গ্রহণ করেছেসেটাকে ব্যয় বিবরণী হিসেবে ধরা হয়েছেনির্বাচন কমিশনে সাপোর্টিং হিসেবে ওটা ব্যয় বিবরণী হিসেবে জমা দিয়ে দেবেজরিমানা করা ভুল ছিল নাতিনি আরও বলেন, তারা বলেছেন, দলীয়ভাবে তারা কোনো ব্যয় করেন নাইব্যক্তির ব্যয় হয়েছেকমিশন এই বক্তব্য গ্রহণ করেছেতারা কোনো পোস্টার ছাপায়নি বা কোনো দলগত ব্যয় হয়নিব্যক্তির ব্যয় হয়েছে
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স