ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বড় আঘাত গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশের প্রতি সমর্থন মোদির দুর্নীতি প্রতিরোধে কাজ করতে বাংলাদেশ-থাইল্যান্ড এমওইউ মোদীকে দশ বছর আগের কথা মনে করিয়ে ছবি উপহার ইউনূসের নতুন সমীকরণে বাংলাদেশ-ভারত বাস চালকের হদিস মেলেনি আহত শিশু আরাধ্যকে ঢাকায় হস্তান্তর নিহত বেড়ে ১১ স্বস্তির ঈদযাত্রায় সড়কে ঝরলো ৬০ প্রাণ চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা আ’লীগের নেতাদের রাজকীয় ঈদ উদযাপনে ক্ষুব্ধ কর্মীরা আন্দোলনে ফিরবেন বেসরকারি কলেজ শিক্ষকরা মাদারীপুরে আগুনে পুড়ল ২ বাড়ি ভৈরবের ত্রি-সেতুতে দর্শনার্থীদের ভিড় বর্ষবরণের আয়োজন, পাহাড়ে উৎসবের রঙ ঈদের আমেজ কাটেনি বিনোদন স্পটে ভিড় আ’লীগকে নিষিদ্ধ করা বিএনপির দায়িত্ব নয় নতুন নিয়মে বিপাকে ট্রাভেল এজেন্সিগুলো ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা

সনি আইএমএক্স ৬৮২ ক্যামেরার নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন

  • আপলোড সময় : ১২-০৬-২০২৪ ১২:১৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৪ ১২:১৮:২১ পূর্বাহ্ন
সনি আইএমএক্স ৬৮২ ক্যামেরার নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে ওয়ালটন
জেনন সিরিজের নতুন মডেলের স্মার্টফোন বাজারে ছাড়লো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোবাইল বিভাগসাশ্রয়ী মূল্যে নতুন এই ফোনটির মডেল জেনন এক্স৯০দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬৮২ ট্রিপল রিয়ার এআই ক্যামেরার ফোনটিতে রয়েছে ২৪ জিবি র‌্যাপিড মেমোরি র‌্যাম, এফএইচডি প্লাস থ্রিডি কারভড অ্যামুলেড সমৃদ্ধ রেজুলেশনের বিশাল এক্সট্রা অর্ডিনারি ডিসপ্লে সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিংগার প্রিন্ট স্ক্যানারআছে পর্যাপ্ত স্টোরেজ ও শক্তিশালী ব্যাটারিসহ অসংখ্য অত্যাধুনিক ফিচারওয়ালটন মোবাইলের হেড অব ব্র্যান্ডিং মাহবুবুল হাসান মিলটন জানান, ব্লু নোভা এবং ম্যারুন ফিউশন এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছেভ্যাটসহ ওয়ালটন জেনন এক্স৯০ ব্লু নোভা স্মার্ট ফোনটির দাম পড়ছে ৩১ হাজার ৪৯৯ টাকা এবং ম্যারুন ফিউশন ফোনটির দাম ৩২ হাজার ২৪ টাকাদেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইলের ব্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ঘরে বসেই ই-কমার্স ওয়েবসাইট ওয়ালটন ই-প্লাজা (https://eplaya.waltonbd.com) থেকে ফোনটি সহজেই কেনা যাচ্ছে
ওয়ালটন মোবাইল বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমান তুহিন জানান, অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে র‌্যাপিড মেমোরি টেকনোলজি ব্যবহৃত হয়েছেফলে ব্যবহারকারীরা এতে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাবেনগ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমসি২যার ফলে ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশিবিভিন্ন অ্যাপসের ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবেজানা গেছে, ফোনটিতে ২.২ গিগাহার্টস গতির এআরএম কর্টেক্স-এ৭৬ অক্টাকোর প্রসেসর ব্যবহৃত হয়েছেওয়ালটনের নতুন এই স্মার্টফোনে দেয়া হয়েছে ৬.৭ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লেযার টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্জফোনটির ডিসপ্লেতে পাওয়া যাবে ৮০০ নিটস পিক ব্রাইটনেসএসবের ফলে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার এবং ভিডিও দেখা, গেম খেলা, বই পড়া বা ইন্টারনেট ব্রাউজিংয়ে মোবাইল স্পর্শের অনন্য অভিজ্ঞতা পাবেন গ্রাহকফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস এবং পিডিএএফসহ এআই ট্রিপল ক্যামেরাযার প্রধান সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৬৮২আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরাএর ফলে রিয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরা ব্যবহার করে একসঙ্গে ভিডিও ধারণ করা যাবেফেস ডিটেকশন ও ডিজিটাল জুম-এর মতো এআই এনহেন্সড ফিচার রয়েছে এই ফোনেফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসরহেলিও জি৯৯ শক্তিশালী প্রসেসর হওয়ায় স্ন্যাপড্রাগন ৭২০জি এর সমান পারফরম্যান্স করতে সক্ষম এই ফোন
পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে ৫০০০ এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারিসাথে ৩৩ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং থাকায় দ্রুততম সময়ে চার্জিং সুবিধা থাকছে এই ডিভাইসেফোনটির অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডায়নামিক ক্যাপসুল, অ্যাপ লক, ভিডিও প্রো, কুইক ট্যাপ ২০০% সাউন্ট লেভেল, অ্যাপ ক্লোন, থ্রি ফিংগার স্ক্রিনশট, অ্যান্টিফেক টাচ মোড ও স্মার্ট টাচ ইত্যাদিওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স