ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণভোট নিয়ে ফ্যাসিবাদীরা অপপ্রচার চালাচ্ছে-আলী রীয়াজ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে : বদিউল আলম মজুমদার অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন হদিস নেই জেল পালানো শত শত কারাবন্দির মাসে সাড়ে ৩ লাখ এনআইডির তথ্য বিক্রিতে আয় ১১ কোটি টাকা নীতিমালা, মূল্যবোধের কথা বলে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : ড. দেবপ্রিয় পোস্টাল ব্যালটে অনিয়ম নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের ইইউতে তৈরি পোশাকের বাজার হারাচ্ছে বাংলাদেশ শিক্ষার্থীদের অবরোধে জনজীবনে নাভিশ্বাস এগারো দলীয় জোটে অসন্তোষ চরমে আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ, বাড়ছে শীতের তীব্রতা খাগড়াছড়িতে ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩ নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা জব্দ, আটক ৬ লাইটার জাহাজের সংকট নিরসনে বিশেষ টাস্কফোর্স গঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল হ্যাঁ ভোটে কী পাবেন, না ভোটে কী হারাবেন জানাবে সরকার এলপিজি গ্যাসের দখলে জ্বালানি বাজার অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ৬৭ জন গ্রেফতার মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি’র গ্রুপিং চরমে

ধানের শীষের ভবিষ্যৎ অন্ধকারে ত্যাগী নেতা-কর্মীদের ভরসা হিরণ

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১২:২৫:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১২:২৫:০৭ পূর্বাহ্ন
ধানের শীষের ভবিষ্যৎ অন্ধকারে ত্যাগী নেতা-কর্মীদের ভরসা হিরণ
গৌরীপুর থেকে শেখ বিপ্লব
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি‘র কোন্দল দানা বাধতে বাধতে কঠিন শীলায় পরিণত হয়েছে। পূর্ব থেকেই বিভিন্ন গ্রুপে বিভক্ত থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণর পর ত্যাগী নেতা কর্মীরা জ¦লতে শুরু করেছে। এর মাঝে ত্যাগী নেতা কর্মীদের আকষ্মীক বহিস্কার এ যেন আগুনে  ঘি ঢালার মত। যার ফল হতে পারে ধানের শীষে প্রতীকের ভরাডুবি এমনটি ধারণা করছেন ত্যাগী নেতা-কর্মী, সমর্থক ও নিরপেক্ষ পর্যবেক্ষকরা।
উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ বলেন, আওয়ামী দুঃশাসন আমলে বিএনপি‘র কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ভাই জীবন বাজী রেখে মামলা হামলা জেল জুলুমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতা কর্মীদের নিয়ে স্বত্বঃস্পুর্ত ভাবে পালন করে। ১৭ বছর দলীয় নির্দেশনা মেনে আন্দোলন সংগ্রাম করে প্রায় শতাধিক মামলার আসামি হয়ে জেল খানাকে নিজের বাসস্থানা বানিয়ে  ফেলেছিলেন। আওয়ামী ষড়যন্ত্রের শিকার হয়ে তার আপন ছোট ভাই বিএনপি নেতা ৩ বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ফাসির আসামি হয়ে জেলে আছেন। আওয়ামী সন্ত্রাসীরা আহাম্মদ তায়েবুর রহমান হিরণের উত্তর বাজারস্ত  বাসা আগুনে পুড়ে শ্মশানের পরিণত করে যার ভগ্নদশা এখনো দৃশ্যমান। সেই থেকে হিরণ তার পরিবার নিয়ে গ্রামের বাড়ীতে বসবাস করছে। গৌরীপুর বিএনপি‘র রক্ষাকবচ ত্যাগী মেধাবী ও নির্যাতিত শহীদ জিয়ার সৈনিক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের জনপ্রিয়তা নিয়ে কোন প্রশ্ন চলে না। আওয়ামী ভোট ডাকাতের সময় বিপুল ভোট ব্যবধানে ইউপি চেয়ারম্যন নির্বাচিত হন। এর পরে ইউপি চেয়ারম্যান থেকে অব্যহতি নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে । আওয়ামীলীগ মনোনীত শক্তিশালী প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোট ব্যবধানে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে যার এক ডাকে হাজার হাজার নেতা কর্মী ও সমর্থক বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন করে। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও পরে দলের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে ইঞ্জিনিয়ার এম ইকবালে পক্ষে ধানের শীয়ের নির্বাচন করে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ৩ নভেম্বর দলীয় প্রাথমিক নমিনি হিসেবে নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের নাম ঘোষণা করে । এতে স্থানীয় বিএনপি‘র নেতাকর্মী ও সমর্থকরা বারুদের মত জ¦লে উঠে। সেই থেকে নেতা কর্মী ও সমর্থকরা উপজেলার  বিভিন্ন স্থানে মনোনয়ন পরিবর্তনের জন্য আন্দোলন করছে। নেতা কর্মীদের দাবী একটাই মনোনয়ন পরিবর্তন চাই, করতে হবে। নেতা মোদের একটাই হিরণ ছাড়া গৌীপুর বিএনপি বিকল্প নাই।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপি‘র ৭ দিন ব্যপি কর্মসূচী ৩য় দিন সংহতি দিবসের তাৎপর্য ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের জন্য মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
৯ নভেম্বর বিকালে ধানমহালে মহিলা সমাবেশ চলছিল। প্রাথমিক মনোনয়ন প্রাপ্তির ৭ দিন পর ইকবালের গৌরীপরে আগমন উপলক্ষে সরকারী কলেজ মাঠে ধানের শীষের সমাবেশ ডাকে ইকবাল সমর্থকরা। ইঞ্জিনিয়ার এম ইকবাল ওই দিন তার সন্ত্রাসী বাহিনীসহ গাড়ী বহন নিয়ে গৌরীপুরে প্রবেশ করার সময় তার সন্ত্রাসী বাহিনী রাম‘দা, লাঠি ও আগ্নীয়াস্ত্রসহ মহিলা সমাবেশে অতর্কিত হামলা চালিয়ে প্রায় শতাধিক মহিলাকে আহত করে। হামলার ঘটনা চারদিকে ছড়িয়ে পড়লে উত্তপÍ হয়ে পড়ে গৌরীপুর। হামলার ঘটনার ২/৩ ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বিএনপি‘র আহবায়ক আহাম্মদ তাবেুর রহমান হিরণ, পৌর বিএনপি‘র সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশসহ ৫ নেতা কর্মীকে দল থেকে বহিস্কার করে। এর পর দিন ১০ নভেম্বর আবারো ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল আরো ১৯ ছাত্রদল নেতাকে বহিস্কার করে। এ যেন আগুনে ঘি ঢালার মত।
আন্দোলন আরো তীব্র হয়ে উঠে মনোনয়ন পরিবর্তন ও বহিস্কারাদেশ প্রত্যাহারে দাবীতে রেলপথ, সড়ক মহাসড়ক অবরোধ, মশাল মিছিলে কম্পিত হতে থাকে গৌরীপুর উপজেলার সর্বত্রই।
জেলা যুবদলের সদস্য ও পৌর কাউন্সিলর জিয়া-উর রহমান জিয়া বলেন,১৭ বছর ফ্যাসিষ্টদের নির্যাতন সহ মামলা খেলে জেল খেটেছি হিরণের ডাকে। এখন দলীয় প্রাথমিক মনোনয়ন নিয়ে ইঞ্জিনিয়ার এম ইকবালের উদয় হলো কি ভাবে ? এতদিন তিনি কোথায় ছিলেন ? নির্বাচন ব্যতিত ১৭ বছরে তিনি ১৭ দিনও গৌরীপুরে আসেনি। তিনি কোন আন্দোলনে অংশগ্রহন করেনি। নিজ ইউনিয়নের নির্যাতিত বিএনপি নেতাদের নাম পর্যন্ত জানেনা। তাহলে তিনি কি ভাবে দলের প্রাথমিক মনোনয় পেল ? তিনি আরো বলেন, এ আসনে মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করেনি আমাদের প্রতি অবিচার করা হয়েছে। যদি এ আসনে মনোনয়ন পরিবর্তন করে আহাম্মদ তায়েবুর রহমান হিরনকে না দেওয়া হয় তাহলের এ আসনে ধানের শীষে প্রতিকের সূচনীয় পরাজয় হবে, যা গৌরীপুরে ইতিহাস হয়ে থাকবে। ৯ নভেম্বর মহিলা সমাবেশে ইকবালের সন্ত্রাসী বাহিনী হামলা করে মহিলাদের আহত করায় তার পরাজয় নিশ্চীত করলো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য