ঢাকা , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো ৪২৯ কোটি টাকা চায় ইসি বোয়িংয়ের পর এয়ারবাস কেনা নিয়ে কূটনীতিকদের চাপ শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড শ্রীপুরে ছুরিকাঘাতে আহত ৬ শিক্ষার্থী কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫৫৫ মামলা আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে-শাহজাহান চৌধুরী জনগণের সঙ্গে না থাকলে ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে যাবে-নজরুল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার-প্রাণিসম্পদ উপদেষ্টা টাঙ্গাইল কারাগারে আ’লীগ নেতার মৃত্যু জোটের ভোটে দলীয় প্রতীকের বিধান চ্যালেঞ্জ করে রিট ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ১০ নোয়াখালীতে পারিবারিক কলহকে কেন্দ্র করে যুবককে হত্যা কিশোরগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত ৮ দফা দাবিতে বরিশালে নার্সদের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট ঝড়-বন্যায় নতুন চ্যালেঞ্জের মুখে গাজার গৃহহীন ফিলিস্তিনিরা ইন্দোনেশিয়ায় একদিনে ২ বার ভূমিকম্প হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি
ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায়

শ্রীপুরে ছুরিকাঘাতে আহত ৬ শিক্ষার্থী

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৩:৩২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৩:৩২:৩০ অপরাহ্ন
শ্রীপুরে ছুরিকাঘাতে আহত ৬ শিক্ষার্থী
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি মাদ্রাসায় ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে অপর ৬ শিক্ষার্থী আহত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণীর এক ছাত্রের ছুরিকাঘাতে দশম ও অষ্টম শ্রেণীর ৬ জন ছাত্র গুরুতর আহত হয়েছে।
গত বুধবার অভিযুক্ত ছাত্র মোহাম্মদ সিয়াম (১৫), নবম শ্রেণীর ছাত্র, শ্রেণীকক্ষে কিছু ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এসময় দশম শ্রেণীর ছাত্ররা এর প্রতিবাদ জানালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে শিক্ষকরা উভয় পক্ষকে শাসন করে পরিস্থিতি সামাল দেন।
গত বুধবারের ঘটনার জেরে অভিযুক্ত সিয়াম প্রতিশোধ নিতে বৃহস্পতিবার ছুরি নিয়ে মাদ্রাসায় আসে। দশম শ্রেণীর ছাত্রদের পরীক্ষা শেষে তারা কক্ষ থেকে বের হওয়ার সাথে সাথেই সিয়াম তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এই ঘটনায় মোট ৫ জন ছাত্র আহত হয়। আহত ছাত্রদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় আহত ছাত্ররা হলো- ১. মো. লিয়ন, পিতা লতিফ মন্ডল, গাড়ারণ ২. মো. মহিউদ্দিন মুহিন পিতা মোঃ নুরুউল্লাহ্, গাড়ারণ ৩. মো. নাজিম সাং কাটা পুল, (এতিম) ৪. রিফাত (১) পিতা মো. তমিজ উদ্দিন সাং কাওরাইদ, বাপ্তা ৫. রিফাত (২) পিতা নজরুল ইসলাম সাং গাড়ারণ ৬. নিলয় পিতা. লিটন সাং গাড়ারণ এদের মধ্যে তিনজনকে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, আমরা এই বিষয়টি শিক্ষা কর্মকর্তা ইউএনও এবং ওসি মহিদদেরকে অবহিত করেছি। তাদের পরামর্শক্রমে প্রথমে আমরা আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করেছি, পরবর্তীতে ম্যানেজিং কমিটির সাথে পরামর্শক্রমে দোষীদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদই এই হামলার মূল কারণ। অভিযুক্ত সিয়ামকে দ্রুত গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এঘটনায় শিক্ষক নেতা মোর্শেদ আলম বলেন, উত্ত্যক্ত করার মতো ঘটনা কেন শিক্ষকদের শাসনের পরও এমন রক্তক্ষয়ী পরিণতি পেল? মাদ্রাসার শিক্ষকরা বৃহস্পতিবারের বাকবিতণ্ডার পর ছাত্রদের মানসিক অবস্থা বুঝতে বা ছুরি নিয়ে প্রবেশের বিষয়ে সতর্ক ছিলেন না কেন? কিশোর অপরাধ বৃদ্ধি: শুধুমাত্র প্রতিবাদের জেরে ছুরিকাঘাতের ঘটনা সমাজে কিশোর অপরাধের ভয়াবহ প্রবণতা নির্দেশ করে। এর পেছনের সামাজিক কারণগুলি খতিয়ে দেখা প্রয়োজন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য