ঢাকা , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো ৪২৯ কোটি টাকা চায় ইসি বোয়িংয়ের পর এয়ারবাস কেনা নিয়ে কূটনীতিকদের চাপ শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড শ্রীপুরে ছুরিকাঘাতে আহত ৬ শিক্ষার্থী কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫৫৫ মামলা আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে-শাহজাহান চৌধুরী জনগণের সঙ্গে না থাকলে ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে যাবে-নজরুল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার-প্রাণিসম্পদ উপদেষ্টা টাঙ্গাইল কারাগারে আ’লীগ নেতার মৃত্যু জোটের ভোটে দলীয় প্রতীকের বিধান চ্যালেঞ্জ করে রিট ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ১০ নোয়াখালীতে পারিবারিক কলহকে কেন্দ্র করে যুবককে হত্যা কিশোরগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত ৮ দফা দাবিতে বরিশালে নার্সদের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট ঝড়-বন্যায় নতুন চ্যালেঞ্জের মুখে গাজার গৃহহীন ফিলিস্তিনিরা ইন্দোনেশিয়ায় একদিনে ২ বার ভূমিকম্প হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি

আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে-শাহজাহান চৌধুরী

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৩:২৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৩:২৮:৫৮ অপরাহ্ন
আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে-শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশাসন আন্ডারে (আয়ত্তে) আনার বক্তব্য নিয়ে সমালোচনার মধ্যে আরেকটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই বক্তব্যে তাকে বলতে শোনা যায়, আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি, অনেকে নাকি উল্টাপাল্টা বলতেছে; খবরদার, খবরদার, খবরদার। তিনি আরও বলেন, আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহ মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তায়ালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন। চট্টগ্রাম জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন, গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগকালে শাহজাহান চৌধুরী এই বক্তব্য দিয়েছিলেন। তবে সম্প্রতি বক্তব্যটি ছড়িয়ে পড়লে চট্টগ্রামে আলোচনা শুরু হয়। এতে শাহজাহান চৌধুরী বলেন, সেজন্য বলে যাচ্ছি, চুদুর বুদুর (উল্টাপাল্টা) করিও না। লুলা (অবশ) হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পয়েছি। ১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। আমি টাকাপয়সা চাই নাই, ধনদৌলত, কাপড়চোপড়, পরিবারকে চাইনি। আমি আপনাদের দুয়ারে আজকে এসেছি। তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন। মেহেরবানি করে দোয়া করবেন। আমার চোখের পানি বৃথা যায়নি। এই চরতী আমার শায়েখ, ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। আমি এলাকাকে সম্মান করি, এই এলাকার মাটিকে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নাই। এখানো আর কোনো মার্কা নাই, সাতকানিয়া-লোহাগাড়ার মার্কা একটা, সেটা হলো দাঁড়িপাল্লা। এর আগে শনিবার নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, ‘যার যার নির্বাচনী এলাকায়, প্রশাসনে যারা আছে, তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। জিসি কনভেনশন হলের বক্তব্য নিয়ে দলটির পক্ষ থেকে শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স