ঢাকা , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো ৪২৯ কোটি টাকা চায় ইসি বোয়িংয়ের পর এয়ারবাস কেনা নিয়ে কূটনীতিকদের চাপ শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড শ্রীপুরে ছুরিকাঘাতে আহত ৬ শিক্ষার্থী কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫৫৫ মামলা আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে-শাহজাহান চৌধুরী জনগণের সঙ্গে না থাকলে ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে যাবে-নজরুল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার-প্রাণিসম্পদ উপদেষ্টা টাঙ্গাইল কারাগারে আ’লীগ নেতার মৃত্যু জোটের ভোটে দলীয় প্রতীকের বিধান চ্যালেঞ্জ করে রিট ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ১০ নোয়াখালীতে পারিবারিক কলহকে কেন্দ্র করে যুবককে হত্যা কিশোরগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত ৮ দফা দাবিতে বরিশালে নার্সদের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট ঝড়-বন্যায় নতুন চ্যালেঞ্জের মুখে গাজার গৃহহীন ফিলিস্তিনিরা ইন্দোনেশিয়ায় একদিনে ২ বার ভূমিকম্প হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি

টাঙ্গাইল কারাগারে আ’লীগ নেতার মৃত্যু

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৩:২৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৩:২৫:১৪ অপরাহ্ন
টাঙ্গাইল কারাগারে আ’লীগ নেতার মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের এক নেতার মৃত্যু হয়েছে। গত বুধবার মধ্যরাতে তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে কারাগারের জেলার মুহাম্মদ জাহেদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মারা যাওয়া সুলতান মিয়া উপজেলার গোড়াই ইউনিয়নের হরিরপাড়া গ্রামের আজমত আলীর ছেলে। তিনি গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। জেল কর্তৃপক্ষ জানায়, গত বুধবার মধ্যরাতে বুকে ব্যথা অনুভব করলে সুলতানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত বছরের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন’ চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে মামলা করেন। সেই মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ মোট ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গত ২৮ অক্টোবর সুলতানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর প্রায় এক মাস তিনি টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন। জেলার মুহাম্মদ জাহেদুল আলম বলেন, ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য