ঢাকা , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো ৪২৯ কোটি টাকা চায় ইসি বোয়িংয়ের পর এয়ারবাস কেনা নিয়ে কূটনীতিকদের চাপ শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড শ্রীপুরে ছুরিকাঘাতে আহত ৬ শিক্ষার্থী কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫৫৫ মামলা আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে-শাহজাহান চৌধুরী জনগণের সঙ্গে না থাকলে ইতিহাসের আস্তাকুঁড়ে হারিয়ে যাবে-নজরুল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে সরকার-প্রাণিসম্পদ উপদেষ্টা টাঙ্গাইল কারাগারে আ’লীগ নেতার মৃত্যু জোটের ভোটে দলীয় প্রতীকের বিধান চ্যালেঞ্জ করে রিট ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ১০ নোয়াখালীতে পারিবারিক কলহকে কেন্দ্র করে যুবককে হত্যা কিশোরগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত ৮ দফা দাবিতে বরিশালে নার্সদের বিক্ষোভ সমাবেশ প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট ঝড়-বন্যায় নতুন চ্যালেঞ্জের মুখে গাজার গৃহহীন ফিলিস্তিনিরা ইন্দোনেশিয়ায় একদিনে ২ বার ভূমিকম্প হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি

নোয়াখালীতে পারিবারিক কলহকে কেন্দ্র করে যুবককে হত্যা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০৩:২২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০৩:২২:৪৭ অপরাহ্ন
নোয়াখালীতে পারিবারিক কলহকে কেন্দ্র করে যুবককে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় তুচ্ছ ঘটনায় আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক দুজনকে আটক করেছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। তিনি জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে মৃত্যু হয়। নিহত সাব্বির উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের মো. লিটনের ছেলে। আটক ব্যক্তিরা হলেন-উপজেলার ধানশালিক ইউনিয়নের পান বেপারি বাড়ির মো. সিরাজের ছেলে আব্দুর সোবহান শামীম (৩০) এবং তার স্ত্রী ফারহানা আক্তার (২৩)। নিহতের বন্ধু আনোয়ার হোসেন শাকিল বলেন, পারিবারিক কলহের জেরে ৪-৫ দিন আগে উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামে আমার খালা মানোয়ারা বেগমের ক্ষেতের লাউ গাছ গোপনে কেটে ফেলে তার দেবর শামীম। তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা তাকে হাতেনাতে দুর্বৃত্তকে ধরতে পরামর্শ দেন। গত বুধবার বিকালে তার মরিচ গাছের চারা কেটে ফেলার সময় তিনি দেবর শামীমকে দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলে উল্টো তার দেবর আমার খালাকে মারধর শুরু করে। খবর পেয়ে সন্ধ্যার দিকে আমি আমার বন্ধু সাব্বিরসহ আমার খালার বাড়িতে গিয়ে তাকে হাসপাতালে পাঠাই। এরপর আমরা খালার বসতঘরে তালা দিয়ে চলে আসার পথে শামীম আমাদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। একপর্যায়ে তিনি বলেন, মেয়েদের মধ্যে গণ্ডগোল হয়েছে, তিনি কিছু করেননি। এরপর “আমরা কেন এসেছি?” বলেই ক্ষিপ্ত হয়ে শামীম তার হাতে থাকা দেশি অস্ত্র দিয়ে সাব্বিরের মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গত বুধবার দিবাগত রাত ২টার দিকে সাব্বির মারা যায়। কবিরহাট থানার ওসি বলেন, পারিবারিক কলহের জেরে মাথায় কুপিয়ে ওই তরুণকে গুরুতর আহত করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য