কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (২০) নামের একজন নিহত হয়েছেন। ইটনা থানার ওসি জাফর ইকবাল জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়দের বরাতে ওসি জানান, দীর্ঘদিন ধরে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামের দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার সকালে শ্যালোমেশিন চুরির অভিযোগে দুইপক্ষের বাকবিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের দেশি অস্ত্রের আঘাতে মোশারফ হোসেন গুরুতর আহত হন। ঘটনার পরপরই আহত মোশাররফের আত্মীয়-স্বজন তাকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন রনি বলেন, সকালে ইটনা থেকে আহত মোশাররফ হোসেনকে তার আত্মীয়-স্বজন হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারি, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক আমরা ঘটনাটি পুলিশকে অবহিত করেছি। ওসি আরও জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিত স্বাভাবিক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata