এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের তালিকা প্রকাশিত হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন লিটন দাস, নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তবে মুস্তাফিজ ও তাসকিন সরাসরি চুক্তিতে দল পাওয়ায় নিলামে থাকছেন না। ‘বি’ ক্যাটাগরিতে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয়সহ ১৮ জন। বিসিবির প্রকাশিত তালিকায় মোট ১৬৬ জন স্থানীয় ক্রিকেটার নাম রয়েছে, যার মধ্যে ১০ জন সরাসরি চুক্তি পেয়ে নিলামে উঠছেন না।
৩৫ লাখ টাকাভিত্তিক ‘বি’ ক্যাটাগরিতে শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসানসহ আরও ১৮ ক্রিকেটার আছেন। ‘সি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ২২ লাখ টাকা, ‘ডি’ ১৮ লাখ, ‘ই’ ১৪ লাখ এবং ‘এফ’ ১১ লাখ। নিলাম হবে আগামী ৩০ নভেম্বর, যেখানে অন্তত ১২ এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে। প্রতিটি ক্যাটাগরিতে বাড়তি ডাকের জন্য নির্দিষ্ট হারে দাম বৃদ্ধি হবে।
নিলামের আগে দলের স্কোয়াড ও বাজেট পরিকল্পনা এখনও ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পুরোপুরি পৌঁছায়নি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ মিঠু জানান, “চারটি দল ইতিমধ্যেই ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে, বাকি দুই দলের সময় বৃহস্পতিবার শেষ হবে। ব্যাংক গ্যারান্টি ছাড়া কোনো দল খেলতে পারবে না।” সিলেট টাইটান্সের হেড কোচ সোহেল ইসলাম বলেন, “আমরা এখনও দেশি ও বিদেশি ক্রিকেটারদের পূর্ণাঙ্গ লিস্ট পাইনি। বাজেট হিসাব ও পছন্দের খেলোয়াড় মিলিয়ে পরিকল্পনা করা চ্যালেঞ্জিং।”
বিদেশি খেলোয়াড় নিয়েও অনিশ্চয়তা আছে। ৫০০-এর বেশি আবেদনকারীর মধ্যে ২৫০ জন চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। নিলামের আগে প্রতিটি দল সর্বনিম্ন একজন ও সর্বোচ্চ দুইজন বিদেশি ক্রিকেটার সরাসরি চুক্তি করতে পারবে। একাদশে সর্বনিম্ন দুই ও সর্বোচ্চ চারজন বিদেশি থাকতে পারবে।
এই আসরে অংশ নিচ্ছে ছয়টি দল-রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস। টুর্নামেন্ট শুরু হবে ১৯ ডিসেম্বর, উদ্বোধনী অনুষ্ঠান ১৭ ডিসেম্বর ঢাকায়, আর ফাইনাল ম্যাচ ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রোডাকশনের দায়িত্ব এবার সামলাচ্ছে পাকিস্তানের ট্রান্স প্রোডাকশন এন্ড টেকনোলজিস (টিপিটি), যা বিসিবিকে প্রায় ৬ কোটি টাকা সাশ্রয় করবে।
বিপিএলের নিলাম, দল গঠন ও আর্থিক নিশ্চয়তা-সব মিলিয়ে এবারের আসর চ্যালেঞ্জিং হলেও মাঠে উত্তেজনা বাড়বে নির্দিষ্ট নিয়ম ও সতর্ক নজরদারির মাধ্যমে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
বিপিএলের নিলামের তালিকা প্রকাশ, অনিশ্চয়তার মাঝেও উত্তেজনা কমছে না
- আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৭:০৮:৪১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:০৮:৪১ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ডেস্ক