ঢাকা , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঝড়-বন্যায় নতুন চ্যালেঞ্জের মুখে গাজার গৃহহীন ফিলিস্তিনিরা ইন্দোনেশিয়ায় একদিনে ২ বার ভূমিকম্প হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি গিনি বিসাউয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট গ্রেফতার হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫০ জনের বেশি নিখোঁজ নোয়াখালী এক্সপ্রেস সরাসরি চুক্তিতে পেলেন সৌম্য ও হাসান তরুণ তারকা ইয়ামালকে সাফল্য সামলানোর কৌশল বার্তা দিলেন নাদাল নেইমারের চোট: ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিশ্বকাপ পরিকল্পনায় নতুন প্রশ্ন বিপিএলের নিলামের তালিকা প্রকাশ, অনিশ্চয়তার মাঝেও উত্তেজনা কমছে না টটেনহ্যামের বিপক্ষে ৮ গোলের লড়াইয়ে নাটকীয় জয় পিএসজির, ভিতিনিয়ার হ্যাটট্রিক অ্যানফিল্ডে নতুন দুঃস্বপ্ন, পিএসভির কাছে চ্যাম্পিয়নস লিগে ভরাডুবি লিভারপুলের বায়ার্নকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল এমবাপের ৪ গোল, রোমাঞ্চে ভরা ম্যাচে রিয়ালের ঘাম ঝরানো জয় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ যথাযথ সুরক্ষা-নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতায় শাহজালালে অগ্নিকাণ্ড তদন্ত প্রতিবেদন এবার লটারির মাধ্যমে ওসি নিয়োগ দেওয়া হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে : ভারত বন্দরে বিদেশি অপারেটর নিয়ে নিরাপত্তা শঙ্কা ভ্রান্ত ধারণা- বিডা চেয়ারম্যান আরপিওর ‘অগণতান্ত্রিক’ ধারা বাতিলের দাবি বাম গণতান্ত্রিক জোটের মধ্যরাত থেকে একযোগে সব প্রবাসী নিবন্ধন করতে পারবেন

টটেনহ্যামের বিপক্ষে ৮ গোলের লড়াইয়ে নাটকীয় জয় পিএসজির, ভিতিনিয়ার হ্যাটট্রিক

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৭:০৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:০৭:৪৪ অপরাহ্ন
টটেনহ্যামের বিপক্ষে ৮ গোলের লড়াইয়ে নাটকীয় জয় পিএসজির, ভিতিনিয়ার হ্যাটট্রিক
পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যামের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। গোলের পর গোল তুলে নিয়ে পিএসজি ঘরের মাঠে জিতেছে ৫-৩ ব্যবধানে।
 
খেলার শুরু থেকেই পজেশন টেনে আক্রমণের চেষ্টা করছিল পিএসজি। সুযোগও তৈরি হচ্ছিল নিয়মিত, যদিও প্রথম আধঘণ্টায় লক্ষ্যে আসেনি কোনো শট। সুযোগ কাজে লাগায় টটেনহ্যাম। ৩৫ মিনিটে রন্দাল কোলো মুয়ানির হেড পাস পেয়ে হেডেই জালে পাঠান রিচার্লিসন। গোল খেয়ে নড়েচড়ে বসে পিএসজি। ১০ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ম্যাচ সমতায় ফেরান ভিতিনিয়া। এই দুই দলই প্রথমার্ধে লক্ষ্যে মাত্র একটি করে শট নেয়।
 
বিরতির পর শুরুতেই আবার এগিয়ে যায় টটেনহ্যাম। ৫০ মিনিটে কোলো মুয়ানির জোরাল ভলিতে গোল পেয়ে আবারও পিছিয়ে পড়ে পিএসজি। তবে ব্যবধান বেশিক্ষণ টিকতে দেয়নি স্বাগতিকরা। তিন মিনিট পর ডি বক্সে ঢ়ুকেই জোরালো শটে সমতা ফেরান ভিতিনিয়া।
 
এরপর খেলা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় পিএসজি। ৫৯ মিনিটে নেভেসের থ্রু বল ধরে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন ফাবিয়ান রুইস। ছয় মিনিট পর জটলার মধ্যে থেকে শটে ব্যবধান বাড়ান ইকুয়েডরের ফরোয়ার্ড উইলিয়ান পাচো। ৭২ মিনিটে কোলো মুয়ানি দ্বিতীয় গোল করে স্পার্সকে খানিকটা আশার আলো দেখালেও চার মিনিট পর পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ভিতিনিয়া।
 
ম্যাচের শেষ দিকে লুকাঁ এরনঁদেজ লাল কার্ড দেখেন। একজন কম নিয়ে খেললেও শেষ পর্যন্ত ব্যবধান আর কমাতে পারেনি টটেনহ্যাম। ৫-৩ গোলের জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে পিএসজি। পাঁচ ম্যাচে তাদের অর্জন ১২ পয়েন্ট। সমান ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া টটেনহ্যামের অবস্থান ১৬ নম্বরে।
 
হ্যাটট্রিকের পর অনুভূতি জানাতে গিয়ে ভিতিনিয়া বলেন, “এটা আমার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক, এক ম্যাচে দুই গোলও কখনো করিনি। তাই অনুভূতিটা সত্যিই বিশেষ।”
 
এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পরও টটেনহ্যাম কতটা বিপজ্জনক প্রতিপক্ষ হতে পারে তা আবারও দেখালো। তবে শেষ পর্যন্ত স্থিরতা আর ধারাবাহিকতার জোরেই পুরো তিন পয়েন্ট তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ