ঢাকা , শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঝড়-বন্যায় নতুন চ্যালেঞ্জের মুখে গাজার গৃহহীন ফিলিস্তিনিরা ইন্দোনেশিয়ায় একদিনে ২ বার ভূমিকম্প হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি গিনি বিসাউয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট গ্রেফতার হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫০ জনের বেশি নিখোঁজ নোয়াখালী এক্সপ্রেস সরাসরি চুক্তিতে পেলেন সৌম্য ও হাসান তরুণ তারকা ইয়ামালকে সাফল্য সামলানোর কৌশল বার্তা দিলেন নাদাল নেইমারের চোট: ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিশ্বকাপ পরিকল্পনায় নতুন প্রশ্ন বিপিএলের নিলামের তালিকা প্রকাশ, অনিশ্চয়তার মাঝেও উত্তেজনা কমছে না টটেনহ্যামের বিপক্ষে ৮ গোলের লড়াইয়ে নাটকীয় জয় পিএসজির, ভিতিনিয়ার হ্যাটট্রিক অ্যানফিল্ডে নতুন দুঃস্বপ্ন, পিএসভির কাছে চ্যাম্পিয়নস লিগে ভরাডুবি লিভারপুলের বায়ার্নকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল এমবাপের ৪ গোল, রোমাঞ্চে ভরা ম্যাচে রিয়ালের ঘাম ঝরানো জয় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ যথাযথ সুরক্ষা-নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতায় শাহজালালে অগ্নিকাণ্ড তদন্ত প্রতিবেদন এবার লটারির মাধ্যমে ওসি নিয়োগ দেওয়া হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে : ভারত বন্দরে বিদেশি অপারেটর নিয়ে নিরাপত্তা শঙ্কা ভ্রান্ত ধারণা- বিডা চেয়ারম্যান আরপিওর ‘অগণতান্ত্রিক’ ধারা বাতিলের দাবি বাম গণতান্ত্রিক জোটের মধ্যরাত থেকে একযোগে সব প্রবাসী নিবন্ধন করতে পারবেন

বায়ার্নকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৭:০৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:০৫:৫৯ অপরাহ্ন
বায়ার্নকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল
এমিরেটস স্টেডিয়ামে টানটান লড়াইয়ের প্রথমার্ধ হলেও বিরতির পর দৃশ্যপট পুরো বদলে যায়। বুধবার রাতে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপে শীর্ষে উঠেছে আর্সেনাল। ম্যাচে দক্ষ গোলরক্ষক মানুয়েল নয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করলেও দ্বিতীয়ার্ধে তার বড় ধরনের এক ভুল বায়ার্নকে ম্যাচে ফিরতে দেয়নি।
ম্যাচের শুরুটা ছিল সমান তালের। বল দখলে এগিয়ে থাকলেও নিজেদের রক্ষণ বারবার বিপদে ফেলছিল বায়ার্ন। ঠিক সেই চাপের মধ্যেই ২২তম মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে লিড নেয় আর্সেনাল। বুকায়ো সাকার কর্নারে ডাচ ডিফেন্ডার ইউরিয়েন টিম্বারের শক্তিশালী হেড বায়ার্নের জালে ঠেকানোর সুযোগ পাননি নয়ার। চলতি মৌসুমে এটি ছিল আর্সেনালের দশম কর্নার গোল, ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অন্য যে কোনো দলের চেয়ে যা বেশি।
 
গোল হজমের পর দ্রুতই খেলায় ফেরে বায়ার্ন। ৩২তম মিনিটে মাঝমাঠে জসুয়া কিমিখের উঁচু করে বাড়ানো বল থেকে গড়া দারুণ দলীয় আক্রমণ শেষে সমতা ফেরান লেনার্ট কার্ল। সের্গে জিনাব্রির পাস পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন মাত্র সতেরো বছর বয়সী এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। চলতি চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের জালে এটিই ছিল প্রথম হজম করা গোল।
 
সমতায় বিরতিতে যাওয়া দুই দল দ্বিতীয়ার্ধে বদলে যায়। শুরুতেই সাকার শট দারুণভাবে ফিরিয়ে দেন নয়ার। কিন্তু বায়ার্নের ছন্দ হারানোর পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় আর্সেনাল। ৬৯তম মিনিটে বাঁ দিক থেকে রিকার্দো কালাফিওরির পাস বক্সে পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে আবার এগিয়ে নেন ননি মাদুকে। এটি ছিল ক্লাবের জার্সিতে তার প্রথম গোল।
 
এর পরও থামেনি আর্সেনাল। ৭৭তম মিনিটে নয়ারের অস্বাভাবিকভাবে মাঝমাঠ পর্যন্ত উঠে আসা পরিস্থিতি কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান গাব্রিয়েল মার্তিনেল্লি। এবেরেচি এজের পাস নিয়ন্ত্রণে নিয়ে জার্মান গোলরক্ষককে পাশ কাটিয়ে ফাঁকা পোস্টে পাঠিয়ে দেন বল। বাকি সময়ে বায়ার্নের কোনো চেষ্টা সফল হয়নি।
 
ম্যাচে বায়ার্ন বল দখলে ৬০ শতাংশ এগিয়ে থাকলেও আক্রমণে ছিল আর্সেনালের আধিপত্য। আর্তেতার দল ১২টি শটের ৮টি লক্ষ্যে নেয়, বিপরীতে বায়ার্নের ৮ শটের মাত্র ২টি ছিল টার্গেটে।
 
এই জয়ে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে প্রাথমিক পর্বে শীর্ষে রয়েছে আর্সেনাল। ১২ পয়েন্ট করে পরের অবস্থানগুলোতে আছে পিএসজি, বায়ার্ন, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথমবার হারের তেতো স্বাদ পেয়েছে বায়ার্ন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ