ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
মেধাস্বত্ব সংরক্ষণে সেল প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির বিপুল আমদানিতেও ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল চিন্ময় দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল মুক্তিযোদ্ধা তথ্যভাণ্ডার তৈরিতে অনিয়ম এ সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে-শামসুজ্জামান দুদু যুব সমাজ দেশে জীবন ও জীবিকার নিশ্চয়তা পাচ্ছে না-জিএম কাদের ট্রাম্পের শুল্কনীতির অস্থিরতায় বিশ্ব অর্থনীতির ঝুঁকি বাড়ছে সাংবাদিকদের ওপর নির্যাতন বাড়ছে পাচার অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ২৩৯৯ কোটি টাকা ব্যয়ে ক্রয় কমিটিতে ১২ প্রস্তাব অনুমোদন প্রশাসন ক্যাডারের তরুণদের হতাশা-ক্ষোভ গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয় ৯ বছরেও ফেরেনি রিজার্ভ চুরির অর্থ কারাগার থেকে ফেসবুক চালানো সম্ভব নয় ৮ ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ-আসিফ নজরুল এক সপ্তাহ পর ক্লাসে ফিরলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কোটায় উত্তাল জাবি সংখ্যানুপাতিক নির্বাচনব্যবস্থা সমর্থন করছি না-মান্না চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী গ্রেফতার বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

‘সাকিবের অবসরে যাওয়া উচিত’

  • আপলোড সময় : ১১-০৬-২০২৪ ০৮:০৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৪ ০৮:০৬:০৫ অপরাহ্ন
‘সাকিবের অবসরে যাওয়া উচিত’ ‘সাকিবের অবসরে যাওয়া উচিত’
স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে নৈপুণ্যের পর সাকিব আল হাসানের সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। তার কথা, বর্তমান টি-টোয়েন্টি পরিসংখ্যানের কথা ভেবে সাকিবের লজ্জা পাওয়া উচিত। বামহাতি অলরাউন্ডারকে অবসরেও যেতে বলেছেন তিনি। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে মনে রাখার মতো কিছু করতে পারেননি সাকিব। বল হাতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওভারে ৩০ রান দিয়ে ব্যাট হাতে মাত্র ৮ রান করেছেন। প্রোটিয়াদের বিপক্ষে পারফরম্যান্সও ভালো ছিল না। এক ওভারে ৬ রান দিয়ে উইকেট শূন্য থেকেছেন। ব্যাট হাতে আউট হয়েছেন মাত্র ৩ রানে। তাও আবার যেভাবে আউট হয়েছেন, সেই ধরনটা তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের জন্য ছিল দৃষ্টিকটু। আইনরিখ নর্কিয়ার বলে পুল করতে গিয়ে টপ এজে ক্যাচ আউট হয়েছেন। যার চাপটা গিয়ে পড়ে বাকিদের ওপর। ম্যাচটা চার রানে হেরে যাওয়ার পর বিলাসী শট খেলায় সাকিবের সমালোচনা করেছেন শেবাগ। যখন নাকি টিকে থাকাই হতো মূল মন্ত্র। ক্রিকবাজ শোতে শেবাগ বলেছেন, ‘আমার গত বিশ্বকাপেই মনে হয়েছে, টি-টোয়েন্টি দলে সাকিবকে রাখা উচিত নয়। আমার মতে, সে তার সময়টা পার করে ফেলেছে। হতে পারে অভিজ্ঞতার জন্য তাকে দলে নেওয়া হয়েছে। কিন্তু মাঠে সেই অভিজ্ঞতার ছাপটা ছিল না। তার আরও কিছুক্ষণ থাকা উচিত ছিল। উইকেটে কিছুটা সময় কাটানো দরকার ছিল।’ এ সময় বাংলাদেশি খেলোয়াড় বলে কটাক্ষও করতে শোনা যায় তার গলায়, ‘সে তো ম্যাথু হেইডেন কিংবা গিলক্রিস্ট নয় যে শর্ট বলে ব্যাট ঘুরিয়ে দিতে পারবে। এটা মনে রাখা উচিত ছিল সে বাংলাদেশি খেলোয়াড়। নিজের দক্ষতা অনুসারেই খেলা উচিত ছিল। হুক আর পুল তার শট নয়। নিজের স্বভাবজাত শট খেলা উচিত ছিল এবং উইকেটে থাকা উচিত ছিল।’ ২০২২ সালের আসরেও আহামরি ছিল না সাকিবের পারফরম্যান্স। ৫ ইনিংসে মাত্র ৪৪ রান করতে পেরেছেন। স্ট্রাইক রেটও ছিল ৯৫.৬৫। শেবাগের মতে, সাকিবের এটা অনুধাবন করা উচিত যে তার সময় শেষ হয়ে এসেছে এবং এই ফরম্যাট থেকে অবসরে যাওয়া উচিত, ‘সাকিব খুবই অভিজ্ঞ, আবার অধিনায়কও ছিল। কিন্তু পরিসংখ্যান এমন! সাবিকের লজ্জা পাওয়া উচিত এবং এই ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত।’

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য