বিনোদন ডেস্ক
আসন্ন ঈদুল আজহায় আরেকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। মুক্তি পাওয়ার তালিকায় যোগ হলো জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির আগন্তুক। সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর। জানা গেছে, সোমবার আগন্তুক আনকাট সেন্সর পেয়েছে। তাই মুক্তিতে আর কোনো বাঁধা নেই। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়ে গেছে। সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু দরদ আসবে জেনে আর মুক্তি দেইনি। এবার আমাদের আরেক ছবি জংলি মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা আগন্তুক ঈদে মুক্তি দিচ্ছি। আগন্তুক সিনেমায় পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

সর্বশেষ সংবাদ