ঢাকা , শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সরকার সংস্কার কমিশন করলেও নদীর ক্ষেত্রে প্রতিফলন নেই-আনু মুহাম্মদ বাড্ডায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১ আইন-শৃঙ্খলা রক্ষায় বিপুল খরচেও কমানো যাচ্ছে না নানামুখী আতঙ্ক রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কা সেই শিশু আছিয়া না ফেরার দেশে ধর্ষণে আতঙ্ক -উদ্বেগ ভারতকে অযাচিত বিভ্রান্তিকর মন্তব্যের পুনরাবৃত্তি রোধ করতে বলল ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ সালমান এফ রহমানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা খরায় পুড়ছে চা-বাগান উৎপাদন নিয়ে শঙ্কা ইফতারিতে দই-চিড়ার জাদু একরাতে দু’জনকে কুপিয়ে হত্যা এলাকায় আতঙ্ক স্বাভাবিক নিত্যপণ্যের বাজার, সংকট সয়াবিনে মামলা থেকে স্বামীর নাম বাদ দেয়ার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ছেঁউড়িয়ায় শুরু লালন স্মরণোৎসব দোহাজারীতে বাসচাপায় ৩ জন নিহত হেনস্তার পর ছাত্রীকে ফেলে দিলো দুর্বৃত্তরা ৫৬০ মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম ভ্যাট দেয় না বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান পরনের কাপড় টিভি ফ্রিজ খাট টাকা সব পুড়ে শেষ বস্তিতে আগুন

বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে ভারত মর্যাদা দেবে, আশা ফখরুলের

  • আপলোড সময় : ১১-০৬-২০২৪ ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৪ ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন
বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে ভারত মর্যাদা দেবে, আশা ফখরুলের
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের নতুন সরকারের একটাই আশা করব, তাদের দেশে যেভাবে জনগণ প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনও, তাদের নির্বাচন কমিশন এখনও যেভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরাও ১৯৭১ সালে সেই লক্ষ্যেই মুক্তিযুদ্ধ করেছিলামসেই লক্ষ্যেই আমরা এখানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইতাই আমাদের যেটা প্রত্যাশা, এবার ওদের সরকার বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটাকে মর্যাদা দেবে, সেভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেগতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আধুনিক কৃষি, অভিন্ন নদীর পানি আগ্রাসন এবং জলবায়ুর ভারসাম্যহীনতা রোধে শহীদ জিয়ার ভূমিকাশীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনমির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিকল্পিতভাবে সচেতনভাবে বাংলাদেশকে একটা নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়যেটা জিয়াউর রহমান রুখে দিয়েছিলেন ১৯৭৫ সালের পরে, তার মেধা-অসাধারণ নেতৃত্ব দিয়েসেই ব্যর্থ রাষ্ট্র আবার তারা পরিণত করতে চায়অনেকে বলবে এত উন্নয়ন করছে, মেগা প্রজেক্ট করছে; কিন্তু এসব মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা পাচার করেছে, চুরি করেছেএই মেগা উন্নয়ন দিয়ে আমাদের গ্রামের মানুষের কী উপকার হয়েছে মহাসচিব বলেন, তারা যে বাজেট দিয়েছে এটা সম্পূর্ণ তাদের লুটপাটের বাজেটইনফ্লেশন (মূল্যস্ফীতি) আজ এমন পর্যায়ে পৌঁছেছে সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছেবিচার নাই, কোথাও কোনো ব্যবসা করতে গেলে আপনি কোনো সুযোগ পাবেন নাটাকা ছাড়া, ঘুষ ছাড়া কেউ কোনো কথা বলে নাআমাদের নেতা নির্বাচনের যে অধিকার, ভোটের যে অধিকার সেটা তারা (সরকার) কেড়ে নিয়েছেকথা বলার অধিকার কেড়ে নিয়েছেকেউ লিখতে পারে না, কেউ বলতে পারে নাটক শো করতে গেলে যারা উপস্থাপক থাকেন তারা বলে দেয় যে এসব নিয়ে কথা বলবেন নাকনস্টিটিউশনটাকে তারা কেটে-ছিঁড়ে শেষ করে ফেলেছেদেশে পুরোপুরিভাবে একটা ফ্যাসিবাদ কায়েম করেছেএখন আমাদের একটাই লক্ষ্য, যেমনভাবেই হোক এই ভয়াবহ দানব সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠাতা করাতিনি বলেন, দেশ গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেএকদিকে রাজনৈতিক এবং অর্থনৈতিক, অন্যদিকে ভৌগোলিক দিক থেকেতিস্তার পানি নিয়ে বহু খেলা হচ্ছে১৫ বছর ধরে ক্ষমতায় থেকেও এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তি করতে পারে নাই এই সরকারঅথচ জিয়াউর রহমান তিস্তার পানির জন্য জাতিসংঘ পর্যন্ত গিয়েছিলেনদলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন, জিয়া শুধু ক্ষণজন্মা পুরুষ ছিলেন না তিনি ছিলেন দার্শনিকআমরা কারও সংগ্রাম, কারও অবদানকে ছোট করতে চাই নাজিয়াউর রহমানকে ছোট করা মানে দেশের স্বাধীনতাকে অস্বীকার করাআমাদের দুর্ভাগ্য, আমরা তাকে বেশিদিন ধরে রাখতে পারি নাই, চক্রান্তকারীরা তাকে হত্যা করেছেজাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামবাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কৃষক দলের যুগ্মসম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, শাহাদত হোসেন বিপ্লব, সাংগঠনিক দিপু হায়দার খান প্রমুখ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স