ঢাকা , সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নিরাপত্তা জটিলতায় টেলর সুইফট দীপিকাকে সরিয়ে প্রভাসের সাথে জুটি বাঁধছেন তৃপ্তি চোটকে পাত্তা না দিয়ে শুটিং স্পটে শ্রদ্ধা মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র নতুন প্রেমে জড়িয়েছেন বাঁধন আত্মসাতের অভিযোগ নিয়ে যা বললেন তিশা দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন মিম শাকিবের ‘প্রিন্স’ ছবিতে কে এই দ্বিতীয় নায়িকা ​এনসিপির মনোনয়ন নিলেন ১ হাজার ৮৪ জন সাক্ষাৎকার গ্রহণ শুরু ​গডফাদার-সন্ত্রাসীরা এমপি হয়, এই ধারণা আমরা ভাঙবো-তাসনিম জারা ​গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন জেড আই খান পান্না ​সলিমুল্লাহ-ঢাবি ও জবি বন্ধ ঘোষণা ​ভূমিকম্প আতঙ্কে সারারাত ঘরের বাইরে নরসিংদীর মানুষ ​নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার শঙ্কা নেই-স্বরাষ্ট্র উপদেষ্টা ​রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবেন সেইদিন সত্যিকারের মুক্তি মিলবে-জামায়াত আমির ক্ষমতায় গেলে ‘ইনসাফভিত্তিক বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অস্থিরতা কাটছে না বিএনপিতে ক্লিনিক ছেড়ে পালিয়েছে চিকিৎসক ​ভুয়া বন্ধকদাতা সাজিয়ে ২ কোটি ৫০ লাখ টাকা আত্মসাৎ

আত্মসাতের অভিযোগ নিয়ে যা বললেন তিশা

  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৬:৪২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৬:৪২:৪৯ অপরাহ্ন
আত্মসাতের অভিযোগ নিয়ে যা বললেন তিশা
কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম পারিশ্রমিক নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। শরীফ খান নামে এক প্রযোজক এমন গুরুতর অভিযোগ করেছেন। এম. এন. রাজ পরিচালিত ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তানজিন তিশা। কিন্তু এই অভিনেত্রীর অসহযোগিতা ও বারবার মিথ্যা বলার কারণে বাধ্য হয়ে তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়ার পর তিশা অগ্রিম নেওয়া পারিশ্রমিকের অর্থ ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ প্রযোজকের। তবে এসব অভিযোগকে ‘ফালতু’ বলে মন্তব্য করেছেন তিশা। এ বিষয়ে গণমাধ্যমে তানজিন তিশা বলেন, “এই অভিযোগ ফালতু। আমাকে চুক্তির সময় এক তৃতীয়াংশ পেমেন্ট দেয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড়মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং ক্যানসেল হলে এই অর্থ ফেরত যাবে না।” প্রযোজকের অপেশাদার আচরণের ঘটনা উল্লেখ করে তিশা বলেন, “শরীফ (শরীফ খান) নামে একজন আমার সঙ্গে মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছে, এত রাতে আমি কেন কথা বলব? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি তো এই সিনেমার প্রযোজকই নন। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন।” তিশার আইনজীবী জসীম উদ্দিন বলেন, “তানজিন তিশা চুক্তি অনুযায়ী তার দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছেন। তিনি শিডিউল প্রদান করেছেন এবং কাজের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু ডিরেক্টর ভিসা এবং শুটিংয়ের প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। ফলে চুক্তির সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী ডিরেক্টরের ডিফল্ট (অপরাধ) স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়। তিশার পক্ষ থেকে কোনো ধরনের আর্টিস্ট ডিফল্ট ঘটেনি। বরং ভিসা বিলম্ব ও শিডিউল বাস্তবায়ন না হওয়ার কারণে তিশাই সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।” প্রযোজক দাবি করেছেন, প্রথমে ৩০ হাজার রুপি পরে তিশার বোনের ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশি ৪ লাখ ১২ হাজার টাকা পাঠানো হয়। এরপর থেকেই গড়িমসি শুরু করেন তিশা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স