ঢাকা , বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পিছিয়ে পড়েও জয়ের দেখা পেলো মিয়ামি প্রথম লেগে ডর্টমুন্ডের সাথে জয় পেলো বার্সা হামজার হোম অভিষেকের জন্য প্রস্তুত করা হচ্ছে ঢাকা স্টেডিয়াম অবশেষে সেঞ্চুরির আক্ষেপ ঘুচলো জ্যোতির আজ মাঠে গড়াচ্ছে পিএসএল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইনজুরির ধাক্কা প্রোটিয়া শিবিরে অবশেষে অলিম্পিকে ফিরছে ক্রিকেট ফিক্সিং অভিযোগে তদন্ত শুরু করলো বিসিবি বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উন্মুক্ত বৈশাখের আয়োজন থেকে ‘মঙ্গল’ শব্দ বাদ দিতে হবে-ইসলামী আন্দোলন আওয়ামী লীগের বিচারের বিষয়ে ঐকমত্য হেফাজত-এনসিপি পদত্যাগ করে দলের দায়িত্ব নিন-প্রধান উপদেষ্টাকে দুদু প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল ট্রাম্পের পাল্টা শুল্কে বাংলাদেশের প্রবৃদ্ধিতেও প্রভাব দেখছে এডিবি মুজিববর্ষ-ম্যুরাল নির্মাণ : হাসিনা-রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের ভারতের ভেতর দিয়ে নেপাল-ভুটানে রফতানি করতে পারবে বাংলাদেশ-রণধীর জয়সওয়াল বাংলাদেশ-ভারত সম্পর্ক সামনের দিনে আরও বাড়বে -মনোজ কুমার ফসলের উৎপাদন খরচ খুঁজতে ভ্রমণ ব্যয়ই ১০ কোটি টাকা বিভিন্ন ইস্যুতে সংঘটিত হচ্ছে লুটপাট-সহিংসতা প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে মনিটরিং টিম

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৩০ হাজার সিম ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

  • আপলোড সময় : ১১-০৬-২০২৪ ১১:৩৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৪ ১১:৩৪:০৭ পূর্বাহ্ন
রাজধানীতে র‌্যাবের অভিযানে ৩০ হাজার সিম ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার
রাজধানী নয়াপল্টন ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির ৩০ হাজার সিম কার্ডসহ বিপুল পরিমাণ বিটিআরসির অনুমোদনবিহীন অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাবএসময় অবৈধ ভিওআইপি সরঞ্জাম স্থাপনের মাধ্যমে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে টেলিযোগাযোগের ব্যবসা করার অভিযোগে মো. সাইফুল ইসলাম ও আব্দুর রহিম রাজকে (৩৮) নামের দুজনকে গ্রেফতার করা হয়গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে খিলগাঁও ও গতকাল সোমবার সকালে পল্টনের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব
পল্টনের অভিযানে ৫১২ পোর্টের ৩টি সিমবক্স, ২৫৬ পোর্টের ৫টি সিমবক্স, ১২৮ পোর্টের ৫টি সিমবক্স, ১৬ পোর্টের ৩টি সিমবক্স, ৫টি ওয়ারলেস রাউটার, ৬টি সুইচ, ২৫টি জিএসএম এন্টিনা, ৩টি মিনি পিসি, ৩টি মিডিয়া কনভার্টার, ১টি এসএসডি হার্ড ডিস্ক, ১টি ল্যাপটপ, ১টি সিপিও, ২টি পাওয়ার ক্যাবল, ২টি ইউএসবি ক্যাবল, ২টি চার্জার, ২টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির প্রায় ৩০ হাজার সিমকার্ড, ১টি মাইক্রোটিক রাউটার, ৫টি পেনড্রাইভ ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়অভিযান শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর
তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছেগোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি অভিযানিক দল জানতে পারে, কতিপয় অবৈধ ভিওআইপি ব্যবসায়ী ঢাকা মহানগরীর নয়াপল্টন এলাকায় একটি বাড়িতে বিটিআরসির অনুমোদনবিহীন অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ থেকে বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগের ব্যবসা করে আসছেএরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়
আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, খিলগাঁও থেকে গ্রেফতার রহিম তিন বছর ধরে অবৈধভাবে ভিওআইপি সরঞ্জাম দেশের বিভিন্ন স্থানে স্থাপন করে বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ ব্যবসা করছেএতে করে সরকার কোটি কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছেগ্রেফতার সাইফুলের বিষয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক বলেন, রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটে সাইফুলের একটি মোবাইল দোকান ছিলতার দোকানের কর্মচারী ওয়ালির মাধ্যমে সে এ ব্যবসায় জড়ায়দোকানেই তারা চার-পাঁচ মাস ধরে ব্যবসা পরিচালনা করেপরে যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে তারা আরও যন্ত্রপাতি কিনে এই বাসায় ব্যবসা পরিচালনা করেএ ছাড়া ওয়ালি দুবাইতে গিয়ে আন্তর্জাতিক একটি চক্রের সঙ্গে জড়িয়ে যায়সেখানে বসেই তিনি ব্যবসা নিয়ন্ত্রণ করেনআর দোকান মালিক সাইফুল ওয়ালির কর্মচারী বা সহযোগী হিসেবে দেশে বসে এ ব্যবসা পরিচালনা করেনএ ছাড়া জার্মান প্রবাসী জামানের সহযোগিতায় ব্যবসাটি চালাত সাইফুলজামানের মাধ্যমে একটি বিশেষ সফটওয়্যার সংগ্রহ করেসাধারণত বৈধভাবে আন্তর্জাতিক গেটওয়ের কলগুলো গ্রাহকের কাছে এলে মোবাইল অপারেটরের মাধ্যমে সরকার সঠিক রাজস্ব পেতকিন্তু এই সফটওয়্যারটি ব্যবহার করায় আন্তর্জাতিক কলগুলো সাধারণ কলে পরিণত হয়ফলে দেশের অভ্যন্তরে লোকাল কলে পরিণত হতোফলে আন্তর্জাতিক কল এলেও সরকার বিশাল পরিমাণ রাজস্ব হারাত
এসব সিম বিভিন্ন সময় হাত বদল হয়সিম সচল রাখার জন্য ম্যাসেজ পাঠানো হতোবিটিআরসির তৎপরতার কারণে সিম বন্ধ করে দেয়া হতোফলে নানা কৌশলে তারা সিমগুলো সচল রাখতএ ছাড়া সিমগুলো বেশি টাকায় সংগ্রহ করতঅজ্ঞাতসারে সিম কিনতে যাওয়া ব্যক্তিদের ফিঙ্গার প্রিন্ট নিয়ে একাধিক সিম রেজিস্ট্রেশন করে নেয়া হতোএসব সিম বেশি দামে কিনে ব্যবহার করতেন সাইফুল
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স