এনসিপি সৎ প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে এটাই বড় চমক-নাসীরুদ্দীন
- আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০২:০১:৩৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০২:০১:৩৯ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা সৎ প্রার্থীদের মনোনয়ন দিচ্ছি এটি আমাদের বড় চমক। কারণ ৫৩ বছরের রাজনীতির ইতিহাসে কোনো দল এমন দৃষ্টান্ত দেখাতে পারেনি। বড় দলগুলো এবারও গতানুগতিক ধারায় প্রার্থী বাছাই করছে। বিপরীতে আমরা সৎ ও অন্তর্ভুক্তিমূলক প্রার্থী দিচ্ছি। গতকাল রোববার দুপুরে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎ করতে সারা দেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত হয়েছেন। এ সময় পাটওয়ারী অভিযোগ করেন, এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে নানা হুমকি-ধামকির শিকার হচ্ছেন। এর জন্য তিনি প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকদের দায়ী করেন। তাদের অপসারণেরন দাবি জানান। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব। কিন্তু এটি রাজনৈতিক দলের কারণে এটি বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এনসিপির এই নেতা আরও বলেন, জুলাইয়ের স্পিরিট ধরে রাখতে গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়াগ উচিত। আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার