৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি-নাহিদ
- আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০১:৫৯:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০১:৫৯:৫৫ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে কেউ অপপ্রচারে কান দেবেন না। তবে আমাদের আদর্শের সঙ্গে মিল থাকলে ভবিষ্যতে কেউ যোগ দিলে- আমরা তা অবশ্যই খোলামেলাভাবে আগেই জানিয়ে দেবো। গতকাল রোববার দুপুরে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎ করতে সারা দেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত হন। নাহিদ বলেন, একটি সাজানো ও সমঝোতার নির্বাচনের ষড়যন্ত্র চলছে। নির্বাচনের জন্য এনসিপি লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছে না। অর্থ ও পেশিশক্তি ব্যবহারের সংস্কৃতি আগের মতই দেখা গেছে। সে অর্থে পরিস্থিতি শক্তভাবে মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আজ (গতকাল রোববার) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী ১ হাজার ৪৮৪ জনের সাক্ষাৎকার শেষে সৎ ও যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এবার আমরা তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনকে মনোনয়ন দিচ্ছি। কারণ আমরা অতীতের গতানুগতিক ধারার পরিবর্তে নতুন পথচলা শুরু করতে চাই। যার মাধ্যমে আগামীতে একটি অন্তর্ভুক্তিমূলক সংসদ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখছি। এনসিপির আহ্বায়ক আরও বলেন, অন্য দলগুলোর প্রার্থী বাছাইয়ে নতুন রাজনীতির কোনো ছাপ নেই। পাঁচ বছর আগে নির্বাচন হলে যাদের মনোনয়ন দিতো, এবারও তাদেরই দিচ্ছে। বিপরীতে আমরা নতুন, সৎ, দক্ষ ও যোগ্য মানুষদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তিনি জানান, মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ হলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সংবাদ সম্মেলনে আরও ছিলেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার