ঢাকা , সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
১৩ সেনা কর্মকর্তার মামলায় শুনানির নতুন তারিখ ৩ ও ৭ ডিসেম্বর ১২০ কোটি টাকার প্রকল্পে বরাদ্দের অপচয় মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষক ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বিতর্কিত ধারা বাতিলের দাবিতে গণস্বাক্ষর আটাব সদস্যদের ভূমিকম্পের পর আফটারশক কেন হয়, কতবার হতে পারে? পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮ ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিজ্ঞানীরা যেভাবে ভূমিকম্পের কেন্দ্র নির্ধারণ করেন শুল্কের হুমকি দিয়ে ৫ যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প বিহারের পর এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের এবার নটিংহ্যামের কাছে হোঁচট খেলো লিভারপুল সিটিকে হারিয়ে চমক দেখালো নিউক্যাসল ক্যাম্প ন্যুয়ে ফেরাটা স্মরণীয় করে রাখলো বার্সা ২৪ কোটি টাকা ক্ষতির মুখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি সিরিজেও গিলকে পাচ্ছেনা ভারত এখনই অবসরের চিন্তা করছেন না মুশফিক ম্যাচসেরা মুশফিক, সিরিজসেরা হলেন তাইজুল আয়ারল্যান্ডকে বিশাল ব্যবধানে হারালো টাইগাররা ​ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে-জামায়াত আমির

ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ১০:১৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১০:১৩:১৭ অপরাহ্ন
ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন
ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আটাব সদস্য কল্যাণ ঐক্য জোট। এতে বক্তারা বলেছেন, বিনা শুনানিতে লাইসেন্স স্থগিতের বিধান খাতটিকে পঙ্গু করে দেবে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সংগঠনটি দাবি জানায়। এসময় উপস্থিত ছিলেন আটাব সদস্য কল্যাণ ঐক্য জোটের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন টিপু এবং সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ জুমান চৌধুরী। মানববন্ধনে আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন টিপু বলেন, অধ্যাদেশের ধারা ৫-এ অন্য এজেন্সি থেকে টিকিট ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু দেশের অধিকাংশ ট্রাভেল এজেন্সির এয়ারলাইন্স থেকে সরাসরি টিকিট ইস্যু করার সক্ষমতা নেই। এ নিয়ম চালু হলে ছোট ও মাঝারি এজেন্সিগুলো টিকে থাকতে পারবে না। তিনি আরও বলেন, অনলাইন ও অফলাইন এজেন্সির জন্য ১০ লাখ থেকে ১ কোটি টাকা ব্যাংক গ্যারান্টির প্রস্তাব সম্পূর্ণ অবাস্তব। পরিবারের বাইরে ব্যবসা হস্তান্তর নিষিদ্ধ করা, একই ঠিকানায় রিক্রুটিং এজেন্সির সঙ্গে ট্রাভেল ব্যবসা পরিচালনা বন্ধ করা এবং বিনা শুনানিতে লাইসেন্স স্থগিতের বিধান খাতটিকে পঙ্গু করে দেবে। সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ জুমান চৌধুরী বলেন, এ অধ্যাদেশে সাধারণ ব্যবসায়িক কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধে পরিণত করা হয়েছে। ২০২১ সালের সংশোধিত আইনেই পর্যাপ্ত শাস্তির বিধান ছিল। হঠাৎ ৩ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার প্রস্তাব অযৌক্তিক। মানববন্ধনে বক্তারা বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রণীত নতুন এ অধ্যাদেশ বাস্তবায়ন হলে দেশের প্রায় ৫ হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যাবে। ফলে লাখো মানুষ কর্মহীন হয়ে পড়বে এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। বক্তারা আরও জানান, অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের বিতর্কিত অধ্যাদেশ জারি না করে নির্বাচিত সংসদে আলোচনার মাধ্যমে আইন প্রণয়ন করা উচিত। মানববন্ধন শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স