পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। রাজ্যের বান্নু জেলায় এই সংঘাতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। গত শনিবার পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ভারতীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী অন্তত আট সন্ত্রাসী নিহত হয়েছেন।
পাকিস্তানের আইএসপিআর বলেছে, বান্নু জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অভিযান চলাকালে সেনাসদস্যরা সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে কার্যকর আঘাত হানে এবং তীব্র গোলাগুলির পর ভারতীয় পৃষ্ঠপোষক ফিতনা আল-খারিজের আট সদস্যকে নরকে পাঠানো হয়। আইএসপিআর বলছে, ভারত-সমর্থিত খারিজিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা আরও দৃঢ় করেছে। তারা এ অঞ্চলে গোয়েন্দা-নির্ভর অভিযান উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। অত্যন্ত সমন্বিত এসব নিরাপত্তা পদক্ষেপ খারিজি গোষ্ঠীগুলোর কার্যক্রমে লাগাম টানছে। এর মাধ্যমে তাদের সহায়তাকারী নেটওয়ার্ক ধ্বংস ও পুনর্গঠনের সক্ষমতা গুড়িয়ে দেওয়া হয়েছে। এই সব অভিযানে সরাসরি সাফল্য মিলছে; যা শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পথে বড় ভূমিকা রাখছে। দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বান্নুতে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপ জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮
- আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৯:৫৩:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৯:৫৩:৩৪ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক জনতা ডেস্ক :