শুল্ক আরোপের হুমকি দিয়ে আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি থামানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ আয় করছে বলেও জানান তিনি। স্থানীয় সময় গত শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি যুদ্ধ সরাসরি শুল্কের হুমকি দেখিয়ে বন্ধ করেছি। তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ ও বিনিয়োগের মাধ্যমে আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিচ্ছি। আমি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটি সরাসরি বন্ধ করে দিয়েছি, শুল্কের হুমকি দেখিয়ে। কারণ যদি তারা লড়াই থামাতে না চায় অথবা শুরু করে।’ গত মে মাসে শুল্কের হুমকি দেখিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত থামানোর কৃতিত্ব একাধিকবার দাবি করেছেন ট্রাম্প। গত ১৯ নভেম্বর ওয়াশিংটনে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়াতে দুই দেশের ওপর ৩৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। পোস্টে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা ট্রাম্প দাবি করেন, এখন প্রায় ‘কোনো মুদ্রাস্ফীতি নেই’; যা তার কথায় ‘স্লিপি জো বাইডেন’-এর (ঘুমকাতুরে) অধীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ছিল। ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লিওনার্দ লিও, কোচ এবং ওইসব দেশ যারা বছরের পর বছর নিজেদের শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা আর আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না।’ ট্রাম্প আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র ‘সবচেয়ে ধনী, শক্তিশালী ও সম্মানিত’ অবস্থায় রয়েছে। এর পেছনের মূল কারণগুলো হলো, ‘নভেম্বর ৫’, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ও ‘শুল্ক’।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
শুল্কের হুমকি দিয়ে ৫ যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প
- আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৯:৫১:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৯:৫১:৪৮ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক জনতা ডেস্ক :