গত বছর সেপ্টেম্বরে অ্যানফিল্ডে ইতিহাস গড়েছিল নটিংহ্যাম ফরেস্ট। ১৯৬৯ সালের পর এই মাঠে প্রথমবার জিতেছিল তারা। চ্যাম্পিয়ন হওয়ার পথে লিভারপুল তাদের কাছে হতাশাজনক হার দেখে। এক বছর দুই মাস পর সেই দলটির কাছেই আবার ঘরের মাঠে হেরে গেল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। ম্যানসিটির মাঠে হেরে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল লিভারপুল। গত শনিবার ফিরে নটিংহ্যামের কাছে হারল ৩-০ গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ষষ্ঠ হারে ১৮ পয়েন্ট লিভারপুলের। আট থেকে ১১ নম্বরে নেমে গেছে তারা। আর সমান ম্যাচ খেলে তৃতীয় জয়ে রেলিগেশন জোন থেকে বেরিয়ে এলো নটিংহ্যাম। ১২ পয়েন্ট নিয়ে ১৯ থেকে টেবিলের ১৬ নম্বরে উঠে এসেছে তারা। অ্যানফিল্ডে শুরু থেকেই নটিংহ্যাম রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকের চেষ্টা করে যাচ্ছিল। এই কৌশলের সুফল তারা হাতেনাতে পেয়েছে। ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলটি করে নটিংহ্যামকে ১-০ গোলে এগিয়ে দেন তাদের খেলোয়াড় মুরিলো। বিরতির ঠিক পর পরই ৪৬ মিনিটে আরো একটি গোল করে ব্যবধান ২-০ করেন নিকোলো সাভোনা। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল লিভারপুলের। কিন্তু ৭৮ মিনিটে আরেকটি গোল হজম করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় তারা। মর্গান গিবস-হোয়াইট বাঁ পায়ের শটে জাল কাঁপান। ম্যাচে বল দখলে আধিপত্য বিস্তার করে খেলেছিল লিভারপুল। ৭৪ শতাংশের বেশি সময় বল পায়ে রেখেছিল তারা। তবে লক্ষ্যে শট রাখতে পেরেছে মাত্র চারবার, আর সাতটির মধ্যে তিনটি কাজে লাগিয়ে দারুণ জয় পেয়েছে নটিংহ্যাম। এনিয়ে অলরেডদের বিপক্ষে তিন ম্যাচ অজেয় থাকল নটিংহ্যাম। আগের দেখায় নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল তারা।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
এবার নটিংহ্যামের কাছে হোঁচট খেলো লিভারপুল
- আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৯:২৫:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৯:২৫:১৪ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ডেস্ক