ঢাকা , সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
১৩ সেনা কর্মকর্তার মামলায় শুনানির নতুন তারিখ ৩ ও ৭ ডিসেম্বর ১২০ কোটি টাকার প্রকল্পে বরাদ্দের অপচয় মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষক ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বিতর্কিত ধারা বাতিলের দাবিতে গণস্বাক্ষর আটাব সদস্যদের ভূমিকম্পের পর আফটারশক কেন হয়, কতবার হতে পারে? পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮ ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিজ্ঞানীরা যেভাবে ভূমিকম্পের কেন্দ্র নির্ধারণ করেন শুল্কের হুমকি দিয়ে ৫ যুদ্ধ থামিয়েছি: ট্রাম্প বিহারের পর এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের এবার নটিংহ্যামের কাছে হোঁচট খেলো লিভারপুল সিটিকে হারিয়ে চমক দেখালো নিউক্যাসল ক্যাম্প ন্যুয়ে ফেরাটা স্মরণীয় করে রাখলো বার্সা ২৪ কোটি টাকা ক্ষতির মুখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি সিরিজেও গিলকে পাচ্ছেনা ভারত এখনই অবসরের চিন্তা করছেন না মুশফিক ম্যাচসেরা মুশফিক, সিরিজসেরা হলেন তাইজুল আয়ারল্যান্ডকে বিশাল ব্যবধানে হারালো টাইগাররা ​ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে-জামায়াত আমির

সিটিকে হারিয়ে চমক দেখালো নিউক্যাসল

  • আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৯:২৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৯:২৪:৫১ অপরাহ্ন
সিটিকে হারিয়ে চমক দেখালো নিউক্যাসল
৭ মিনিটের মধ্যে টানা দুই গোল হজম করে নিউক্যাসলের মাঠ থেকে পরাজিত হয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলের উইঙ্গার হার্ভে বার্নস জোড়া গোল করে দলকে জেতান। এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের কাছাকাছি যাওয়া হলো না তিনে অবস্থান করা সিটির। আর্লিং হালান্ড তার প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের শততম গোলের সন্ধানে ছিলেন। তবে প্রথমার্ধে বেশকিছু সুযোগ হাতছাড়া করেন তিনি। নিউক্যাসলের জয়ের নায়ক বার্নসও সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচের ১৮ মিনিটে প্রতিপক্ষের বক্সে ঢ়ুকে পড়েন ফিল ফোডেন। তবে তার শটটি চলে যায় পোস্টের বাইরে। এসময় নিউক্যাসলের ডিফেন্ডার শার ট্যাকেল করেন ফোডেনকে। সেসময় বাম পায়ের গোড়ালিতে আঘাত পান তিনি। তবে সেটি পেনাল্টি না পেয়ে ক্ষুব্ধ হন সিটি কোচ পেপ গার্দিওলা। গোল না হওয়ায় হতাশ হচ্ছিল মাঠে আসা স্বাগতিক দর্শকরা। নিউক্যাসলের নিক ওল্টমেডের প্রচেষ্টা দুইবার ব্যর্থ করে দেন সিটি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুমা। ফার্কা পোস্ট পেয়েও গোল করতে পারেননি বার্নস। প্রথমার্ধে দুই দলের কেউই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে সেই ডেডলক ভাঙেন হার্ভে বার্নস নিউক্যাসলের হয়ে। ব্রুনো গুইমারায়েসের কাছ থেকে বক্সের প্রান্তে বল পেয়ে বাম দিকের পোস্টের নিচ দিয়ে বল জালে পাঠান ৬৪ মিনিটে। গোল হজম করলেও সমতায় ফিরতে সময় নেয়নি অতিথিরা। রুবেন দিয়াজ ৬৮ মিনিটে গোল করে সমতা ফেরান ম্যানচেস্টার সিটির হয়ে। কর্ণার ক্লিয়ার করতে ব্যর্থ হয় নিউক্যাসল। সেই সুযোগ কাজে লাগিয়ে ডিফ্লেক্টেড শটে গোল করেন সিটি। ঘরের সমর্থকদের মনে সংশয় জাগলেও মাত্র দুই মিনিট পর গুইমারায়েসের হেড পোস্টে লেগে ফিরে আসার পর দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে বার্নস বল জালে জড়িয়ে নিউক্যাসলকে ২-১ ব্যবধানে আবার এগিয়ে দেন ৭০ মিনিটে। ম্যাচের শেষদিকে ৮ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও রক্ষণভাগ সামলে রেখে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল। এ জয়ে তাদের পয়েন্ট এখন ১৫ এবং তারা উঠে এসেছে ১৪তম স্থানে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স