শততম টেস্টে জিতলেন সিরিজ, পেলেন ম্যাচসেরার পুরস্কারও। মুশফিকুর রহিমের জন্য শততম টেস্ট এর চেয়ে ভালো হতেই পারত না। একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিতে মিরপুর টেস্ট রাঙানোর পর পেয়েছেন নতুন ক্যাপ, যে ক্যাপ অভিষেক ক্যাপের মতোই আরও অনেক দিন পরে খেলতে চান মুশফিক। এ থেকে স্পষ্ট, পঞ্চপাণ্ডবের একমাত্র প্রতিনিধি হিসেবে এখনো দেশের জার্সি গায়ে চাপানো এই ক্রিকেটারের এখনই অবসরের কোনো ভাবনা নেই। তিনি জানান, ‘আমি শততম টেস্টের জন্য নতুন ক্যাপ পেলাম। এটা একদম সবুজ। এটাকে কিছুটা রঙহীন করতে হবে আমাকে (বেশি বেশি খেলে)।’ ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট পুরোদমে খেলছেন সাবেক এই অধিনায়ক। আপাতত তার ভাবনায় নেই অবসর সংক্রান্ত কিছু। তিনি বলেন, ‘প্রথমত সর্বশক্তিমানকে ধন্যবাদ আমাকে নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি দেশের হয়ে আরও টেস্ট খেলতে চাই। দেখা যাক কী হয়। আমি আসলে প্রতিটি মুহূর্ত দেখতে চাই।’ শততম টেস্টে মুশফিককে যেভাবে ট্রিবিউট জানিয়েছেন সবাই, তাতে লর্ডসের সেই অভিষেকের ম্যাচের স্বাদ পেয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি আরও বলেন, ‘আমার আবারও সবার সাথে প্রথম ম্যাচ খেলার মত অনুভূতি হয়েছে। আশা করি আমরা সামনে আরও ভালো একটি টেস্ট দল হতে পারব। অবশ্যই আমি এখন আর তরুণ নই। দলের তরুণ ক্রিকেটারদের গাইড করাটা এখন আমার দায়িত্ব। আমি তাদের সাহায্য করার চেষ্টা করি এবং আশা করি সামনে আমরা একসাথে ভালো করব।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
এখনই অবসরের চিন্তা করছেন না মুশফিক
- আপলোড সময় : ২৩-১১-২০২৫ ০৯:২৩:১৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৫ ০৯:২৩:১৯ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ডেস্ক