ভূমিকম্পের শঙ্কায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার, পরিকল্পনা করার এবং প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে ইউনিসেফ। গতকাল শুক্রবার এক বার্তায় এ পরামর্শ দেওয়া হয়। ইউনিসেফ বলেছে, সঠিক প্রস্তুতির মাধ্যমে এ প্রাকৃতিক দুর্যোগে জীবন বাঁচানো এবং ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। সংস্থাটি পরামর্শ দিয়েছে - ১. আপনার পরিবার এবং প্রতিবেশীদের ‘ড্রপ, কভার, হোল্ড’ অনুশীলন শেখান (ে মঝেতে নেমে যান, মাথা ঢেকে রাখুন, শক্ত কিছু আঁকড়ে ধরুন)। এ অনুশীলন সবাইকে নিরাপদ থাকতে সহায়তা করবে।
২.আঘাত এড়াতে ভারী আলমারি, তাক বা আসবাবপত্র দেয়ালের সঙ্গে শক্তভাবে আটকে দিন যাতে ভূমিকম্পের সময় সেগুলো পড়ে গিয়ে ক্ষতি না করে।
৩. পরিবারের সদস্য, বিশেষ করে শিশুরা কোথায় একত্র হবে বা আশ্রয় নেবে তা আগেই ঠিক করে রাখুন।
৪. বাড়ির ভেতরে এবং আশপাশে জরুরি বহির্গমন পথ ও নিরাপদ খোলা জায়গা চিহ্নিত করুন এবং সবার সঙ্গে তা ভাগ করে নিন। অনুশীলনের সময় এ স্থানগুলো ব্যবহার করুন।
৫. একটি জরুরি ব্যাগ প্রস্তুত রাখুন, যাতে থাকে : প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, শুকনো খাবার, পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ, টর্চ, ব্যাটারি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র।
৬. ভবিষ্যতের জন্য নির্দিষ্ট আশ্রয়কেন্দ্র বা খোলা জায়গা চিহ্নিত করে রাখুন, যেখানে দ্রুত আশ্রয় নেওয়া যাবে।
৭. ভূমিকম্পের সময় আপনি যদি বাইরে থাকেন, খোলা জায়গায় চলে যান এবং বৈদ্যুতিক খুঁটি, তার ও উঁচু ভবন থেকে দূরে অবস্থান করুন।
৮. ভূমিকম্প থেমে গেলে কোনো ভবনে প্রবেশের আগে নিশ্চিত হোন সেটি নিরাপদ কিনা। ক্ষতিগ্রস্ত ভবনে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া প্রবেশ করবেন না।
৯. জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের ০১৭২২৮৫৬৮৬৭ মোবাইল নম্বর বা ১০২ হটলাইনে যোগাযোগ করুন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া প্রবেশ না করার পরামর্শ ইউনিসেফের
- আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৩:৫৩:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৩:৫৩:৪৭ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার