পোরশা নওগাঁ প্রতিনিধি, এম এ মান্নান
পোরশা থানাধীন তেতুলিয়া গ্রামস্থ সারাইগাছি টু আড্ডা মহাসড়কের পূর্ব পার্শে শহিদুল মেম্বার এর আমবাগানের সামনে ২১ নভেম্বর রাত ৩.৩০টায় পাকা রাস্তার উপর দেশীয় অস্ত্র হাশুয়া, কাঠের হাতল ,বল্লম সহ মোঃ লুৎফর রহমান ৫৭ ,পিতা মৃত ইদ্রিস আলী ,গ্রাম চক বিষ্ণুপুর ,মোঃ সাইফুল ৪৩, পিতা জিল্লুর রহমান ,গ্রাম সিশা খরপা, মোঃ দেলোয়ার হোসেন ,পিতা ইসমাইল, গ্রাম গোপালগঞ্জ যমুনা বাগান ,মোঃ সাকিব হোসেন ,পিতা মৃত কুদ্দুস, গ্রাম ছয়ঘাঁটি ,মোঃ মানিক মিয়া ,পিতা জাহিদ হোসেন ,গ্রাম সভাপুর সর্ব থানা পোরশা গোপন সংবাদেরভিত্তিতে জানতে পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করা হয়।
অপরদিকে পোরশা থানার গাঙ্গুলিয়া ইউনিয়নের সারাইগাছি বাজারের জৈনেকআনোয়ারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মোঃ মুরসালিন ২৬ ,পিতা সমীর উদ্দিন ,গ্রাম বিষ্ণুপুর ,মোঃ হাবিবুর রহমান হাব্বু ৩০ ,পিতা ফজর আলী ,গ্রাম সারাইগাছী, মোঃ রুবেল ,পিতা খাইরুল ,গ্রাম দক্ষিণ লক্ষ্মীপুর সর্ব থানা পোশাকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়। যার মূল্য ৩০ হাজার টাকা।
এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেনতাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata